Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #শিরোনাম_ভালোবাসার মৃত্যু হয় না #কলমে_মিতা ঘোষ #তারিখ 16/12/2021
অসুস্থ স্ত্রী মারা যাবে জেনেও সে তার স্বামীকে জিজ্ঞাসা করল, আচ্ছা! আমি মারা যাবার কতদিন পরে তুমি আর একটা বিয়ে করবে ?স্বামী বললো যতদিন পর্যন্ত …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#শিরোনাম_ভালোবাসার মৃত্যু হয় না 

#কলমে_মিতা ঘোষ 

#তারিখ 16/12/2021


অসুস্থ স্ত্রী মারা যাবে জেনেও সে তার স্বামীকে জিজ্ঞাসা করল, 

আচ্ছা! আমি মারা যাবার কতদিন পরে তুমি আর একটা বিয়ে করবে ?

স্বামী বললো যতদিন পর্যন্ত তোমার সমাধিস্থল একবারে শুকিয়ে না যাবে ঠিক ততদিন পর্যন্ত।

কয়েকদিন পর স্ত্রী মারা গেল। 

প্রতিদিন স্বামী তার স্ত্রীর সমাধিস্থল দেখতে যেত 

কিন্তু ভেজা মাটি এত দিনেও কেন শুকায় না, 

এই রহস্যের সমাধান সে কিছুতেই করতে পারতো না। 

স্বামী ভাবলো এটা কি ভাবে সম্ভব। 

একদিন সমাধিস্থলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছিল, 

সে দেখলো তার শালাবাবু বোনের সমাধিস্থলের থেকেই আসছে তার হাতে খালি একটা বালতি।

সে শালাবাবু কে প্রশ্ন করল,

হাতে বালতি নিয়ে কি করছো ?

শালাবাবু বললো আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিলো প্রতিদিন ওর সমাধিস্থলে জল ঢালতে এতে বুঝি আমার বোনটা সমাধিস্থলে শান্তি পাবে। 

আসলে একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকেই দেয় না, এমন কি তার মৃত্যুর পরেও না। 

মেয়েরা সব জিনিষের ভাগ দিতে পারলেও নিজের ভালোবাসার ভাগ কাউকেই দেয় না। 

মানুষের দেহের মৃত্যু হয় কিন্তু ভালোবাসার না। 

সত্যি কারের ভালোবাসা গুলো মনের মাঝে সারাজীবন বেঁচে থাকে। 

ভালোবাসা কখনো আসল-নকল হয় না। 

যেটা নকল সেটা ভালোবাসা না।

আর আসল-নকল বিশেষনের অপেক্ষায় ভালোবাসা থাকে না।

ভালোবাসার মানে শেষ হবে না অফুরন্ত।