Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা   :   শুধুই তোর জন্যকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ৩০ , ১১ , ২০২১
আমি বন্ধু হতেই পারি--কেউ চাইলেই বন্ধু হতে ,সাথে হাঁটতে পারি চোত-বোশেখের শ্মশান-জ্বালা রোদে ;গাইতেও পারি অনেক গান কেউ গলা মেলায় যদি ,ভাঙতেও পারি ক্লান্ত…


 কবিতা   :   শুধুই তোর জন্য

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ৩০ , ১১ , ২০২১


আমি বন্ধু হতেই পারি--কেউ চাইলেই বন্ধু হতে ,

সাথে হাঁটতে পারি চোত-বোশেখের শ্মশান-জ্বালা রোদে ;

গাইতেও পারি অনেক গান কেউ গলা মেলায় যদি ,

ভাঙতেও পারি ক্লান্তিবিহীন অনেক পাহাড়-নদী ।


সেই তারই জন্যে বুকের মধ্যে সাগর ভাঙে ঢেউ ,

জানি ফুলের বনে সুবাস ঢালে সেই তেমনটা কেউ ;

তারই জন্যে মরু ভাঙতেও পারি--ফেলে বালির ঝড় ,

আমি অক্লেশেই পাড়ি দিতে পারি সম্মুখে সাগর ।


থাকলে সাথে বন্ধু তেমন ফুল ফুটত ফুলবনে ,

এ দুঃখ-রাতের দুঃখ ভাসত--দুর্বার প্লাবনে ;

সেই তারই জন্যে সুরের সাগরে সুর জাগে নিত্য ,

বুকের গভীরে শ্মশান একটা জ্বালিয়ে রাখে চিত্ত ।


এই পাখিটা , এই আমার সেই--বন্ধু কি হবি তুই ?

আয় কাছে তুই একটুখানি--তোকে একটুখানি ছুঁই ;

খাঁ খাঁ এ'বারান্দা তোর--এই পাখি--প্রিয় কেন বলবি ?

বলবি কিছু ? না কি দুপুর রোদে এমনি মিছে জ্বলবি ?


গান ভুলেছিস ? খুব পুড়ছিস ? বেগ গেছে কি ডানার ?

কেউ না থাক আছি আমি--তুই কি বন্ধু হবি আমার ?

আমার আছে অসীম আকাশ--আছে বিশাল অরণ্য ,

আয় , গান বাঁধব--সুর ভাঁজব--শুধুই তোর জন্য ।

--------------------------------------------------------------------