Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ,,, কবিতাশিরোনাম ;--- " শেষ সূর্যাস্ত "কলমে :--- কৃষ্ণা ভট্টাচার্য্য 05/02/2022------------------------"শেষ সূর্যাস্ত "
মনে কি পড়ে ?এক অলিখিত চুক্তি হয়েছিল তোমার আমার মাঝেবছর শেষের সূর্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ,,, কবিতা

শিরোনাম ;--- " শেষ সূর্যাস্ত "

কলমে :--- কৃষ্ণা ভট্টাচার্য্য

 05/02/2022

------------------------

"শেষ সূর্যাস্ত "


মনে কি পড়ে ?

এক অলিখিত চুক্তি হয়েছিল তোমার আমার মাঝে

বছর শেষের সূর্যাস্ত দেখবো---

দু-জনে কোনো নদীর পারে এসে ।।

ভালোবাসার চাদরে মুড়ে দুজনে,,,

বেশ ক-বছর দেখে ছিলাম,

বছর শেষের দিনের ওই রক্তিম আভা।

দুটি হৃদয়ে বাঁচিয়ে রেখেছিল,এক অপ্রত্যাশিত--

ভালোবাসার প্রাসাদ গড়ার আশা ।।


হঠাৎ এক "হয় না ",,,এর ঝড়ে--

স্বপ্ন ভেঙে হোলো চুরমার।

নিজের ভুবনে তুমি চলে গেলে

একা রেখে আমায় এক ঘন কুয়াশায়,

সাথে নিয়ে গেলে তোমার অহংকারী মন---

যা পূর্ণ ছিল, এক নিষ্পাপ ভালোবাসায় ।।

 কি ক্ষতি হোতো,, ?

যদি আজীবন ঐবছর শেষের রক্তিম আভা

পড়তো দুজনের মুখের পরে '

হাতে হাত ধরে টপকে যেতাম 

যদি ভালোবাসা, তোমাকে পেতাম ।।


তুমি ভুলে গেছো,,,;

অথবা প্রিয়জনের চাহিদা খাতায় লেখা ওঠেনি

কারু রি এই শেষ দিনের অস্তগামী সূর্যের আলো।

নামুক আমার দুচোখে জলের ধারা

তবুও,, পুরোনো প্রেমের স্মৃতির আবেশে,,,,

বলবো----"এটাই হয়েছে ভালো "।।

আজও আমি দেখি, শেষের দিনের 

ঐ অস্তগামী সূর্যের ছটা

নতুন এক দিনের আগমনের ঘটা ।

অনুভবে দেখি তুমি পাশে আছো---

প্রথম দিনের মতো

উছলিয়ে পড়ে ঝর্ণার মত ভালোলাগা কথা যত।

অবশেষে, বছর শেষের সূর্য অস্ত যায়

নেমে আসে সন্ধ্যার ক্ষণ

তোমার "আমি "কে ভাসিয়ে দিয়ে

ফিরে আসে আজকের "আমি "----

নিয়ে এক ভারাক্রান্ত মন ।।


আগামী কাল জন্ম নেবে---

নতুন আশার এক নতুন বছর

রাতের বালিশে মুখ ঢেকে ভেবে চলেছি প্রতিক্ষণে -

এর কি কোনো প্রভাব,,

পড়েছে কি তোমার ওপর ,,?

যদিও জানি এর কোনো দাম

ছিলোনা তোমার কাছে কোনো দিনই

একাই গড়ে তুলেছি ,নিজের ভালোবাসার জগৎ

শুধু বলি,,,, এরই জন্য রইবো---

আমি তোমার কাছে চিরঋণী,,,।।

        *****************