Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বছরের প্রথম দিনে দুস্থদের সাহায্য

মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত উদ্যোগী সংঘের পরিচালনায় নতুন বছরের প্রথম দিন ও ছাত্র দিবস কে সামনে রেখে উদ্যোগী সংঘ প্রাঙ্গনে 35 জন দুস্থ ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার প্রভৃতি আনুসঙ্গ…

 


মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত উদ্যোগী সংঘের পরিচালনায় নতুন বছরের প্রথম দিন ও ছাত্র দিবস কে সামনে রেখে উদ্যোগী সংঘ প্রাঙ্গনে 35 জন দুস্থ ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার প্রভৃতি আনুসঙ্গীক জিনিস তুলেদেওয়া হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজ সেবী শুভনীল দাস , বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব প্র্ভাংশু রায়, প্র্চেস্টা ফাউন্ডেশনের সদস্য সৌমেন দত্ত, বিশিষ্ট সমাজ সেবী রাহুল কোলে ও সংঘের সম্পাদক সহ অন্যান্য সদস্যবর্গ, অনুস্ঠানটির শেষে উদ্যোগী সংঘের খো খো একাডেমির ছাত্র ছাত্রীদের মিষ্টি মুখ করানো হয়। সংঘের সভাপতি রাহুল কোলে জানান তাদের গতকাল খোখো ক্যাম্পের পরিসমাপ্তি ঘটান এবং আজকে এই কর্মসূচি এই কর্ম সূচিতে আর্থিক সাহায্য করেন শুভনীল বাবু রাহুল বাবু জানান আরো যদি অন্যান ব্যাক্তিত্ব তাদের সংঘের উন্নয়নে এই ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আগামীদিনে আরো বৃহ্ৎ কর্ম সূচি গ্রহন করবেন।