Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বামীজীর জন্মদিনকে সামনে রেখে নানা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো স্বামী বিবেকানন্দকে।শালবনী ব্লকের বিবেকানন্দ রিডিং পয়েন্টের উদ্যোগে এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের সহযোগিতায় স্বামীজির জন্মদিন উপলক্ষ্য এবং স্বামীজীর অনুরাগী সপ্তর্ষি…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো স্বামী বিবেকানন্দকে।শালবনী ব্লকের বিবেকানন্দ রিডিং পয়েন্টের উদ্যোগে এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের সহযোগিতায় স্বামীজির জন্মদিন উপলক্ষ্য এবং স্বামীজীর অনুরাগী সপ্তর্ষির জন্মদিনকে সামনে রেখে কোভিভ প্রটোকল মেনে দু'দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো।


এই উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ,স্যানিটারি ন্যাপকিন বিতরণ,স্বাস্থ্য সচেতনতা শিবির এবং স্বামীজীর মূর্তির আবরণ উন্মোচন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি বুধবার ডাঙ্গরপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেনবিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা,অধ্যাপক বিবেকানন্দ দাস,অধ্যাপক তুলসী চরণ বসু,অধ্যাপিকা পলি বোস, প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী মহাশয়, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,ফাকরুদ্দিন মল্লিক, শিক্ষক মণিকাঞ্চন রায়, সমাজকর্মী রাহুল কোলে প্রমুখ।


রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদান করেন উল্লেখ্য এই শিবিরে বিবেকানন্দ রিডিং পয়েন্টের ছাত্র-ছাত্রীদের যাদের বয়স আঠারো বছরের বেশি তারাও রক্তদান করেন।বিবেকানন্দ রিডিং পয়েন্টের পক্ষে প্রধান শিক্ষক জগন্নাথ পাত্র বলেন,"স্বামীজির জন্মদিনে জন্মদিন উদযাপন করার পাশাপাশি সমাজিক দায়বদ্ধতায় ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে আমরা রক্তসংকটের এই সময়ে আমরা রক্তদান শিবির ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছি।'