Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)
#জীবনবোধ
একটা বোধের সঙ্গে কতক্ষণ লড়াই করা যায় একটা নয় দুটো নয় এরকম শত শত বোধ জন্ম নেয় মনের আনাচে কানাচে প্রতিদিন মৃত্যু হয় পটিয়সী বোধের পুরনো বোধ ঝ'রে পড়ে পুরোনো কাপড়ের মতোসত্যিই কী জড়ো হয় অসংখ্…

 


(সৃষ্টি সাহিত্য যাপন)


#জীবনবোধ


একটা বোধের সঙ্গে কতক্ষণ লড়াই করা যায় 

একটা নয় দুটো নয় এরকম শত শত বোধ 

জন্ম নেয় মনের আনাচে কানাচে 

প্রতিদিন মৃত্যু হয় পটিয়সী বোধের 

পুরনো বোধ ঝ'রে পড়ে পুরোনো কাপড়ের মতো

সত্যিই কী জড়ো হয় অসংখ্য সাপের খোলস 


প্রতিদিন শান্ত-অশান্ত হয় মন 

গহন মনে ঘটে চলে জ্ঞান-অজ্ঞানের বিস্ফোরণ 

কোন সে আলো, কোন সে আরক্ত আঁধার 

মনে হয় পৃথিবীটা ভয়ানক অথচ সুন্দর 

শুধু মানুষগুলোই জনমদুঃখী 

কুশল বিনিময় ক'রে বলে 'ভাল আছি' 


বোধ বলে, শিশুর মতো সহজ হও 

তথাগতের মতো ধীমান 

সরোবরের মতো স্বচ্ছ হও 

নদীর মতো নির্মল সর্বশক্তিমান 

পদ্মের মতো পবিত্র হও 

বোধ বলে, মায়ের মতো হও সর্বংসহা 


তবে এ কোন সুকান্ত আমি 

আমার আমিত্ব তো অন্য কথা বলে 

সে বলে জীবন জয়-পরাজয়ের আধার 

যে কোনো পথেই তুমি বিজয়ী হও 

যে কোনো পথেই সাফল্য লাভ করো 

তুমি যাকে চাও তাকেই পাও 


আমার সংকটমোচন কে করে 

আমি যে শোকস্তব্ধ মিছিলে হেঁটেছি একদিন 

আমার মন জুড়ে এখন কৃষ্ণা চতুর্থী

অর্থ নেই, তবু কিসের অর্থ খুঁজি 

যে ধর্ম আমি পালন করি তা কী আত্মজ

শুয়োপোকা থেকে আমি কী এখন প্রজাপতি ঋষি 


আমার বোধের কাছে এর কোনো উত্তর নেই 

আমার যে আর কোনো মনষ্কাম নেই 

বিশ্বাস করে না আমার বোধ ;

নদীর কিনারে এলে বোধেরা অবলুপ্ত হয় 

মনে হয় আমারই দেহাশ্ম ভেসে যাচ্ছে 

চোখের সামনে ভেসে যাচ্ছে অসংখ্য প্রদীপ 

অসংখ্য ফুলমালা, চন্দ্র-সূর্যের অপূর্ব মিলনজ্যোতি

মনে হয় এ জীবন কাঁপিয়ে আসছে অন্য এক জীবন। 


********

#দীপকমুখোপাধ্যায 

১৯০২২০২২