Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : বিনা আমন্ত্রণেকলমে : ঝর্ণা দাস১৯/২/২২
একদিন বিনা আমন্ত্রণেই তো এসেছিলেহঠাৎ করেই চোখের কোণে হাসি ফুটেছিল।তবে তা ছিল ক্ষণিকেরক্ষণিকের আসা যাওয়া, ক্ষণিকের হাসা কাঁদা !তবে এখন আর হাসি না,হাসির পরেই যে বাঁ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : বিনা আমন্ত্রণে

কলমে : ঝর্ণা দাস

১৯/২/২২


একদিন বিনা আমন্ত্রণেই তো এসেছিলে

হঠাৎ করেই চোখের কোণে হাসি ফুটেছিল।

তবে তা ছিল ক্ষণিকের

ক্ষণিকের আসা যাওয়া, ক্ষণিকের হাসা কাঁদা !

তবে এখন আর হাসি না,

হাসির পরেই যে বাঁধভাঙা কান্নার তরঙ্গ ভাসিয়ে দেয় চোখের আনাচে কানাচে !

সামলাতে পারি না কিছুতেই!

তাই ভয় হয়, যদি তুমি আবার আসো..

কোনরকম আমন্ত্রণ ছাড়াই!

তোমাকে উপেক্ষা করার কোনো কঠিন আবরণ

গড়তে পারিনি এখনো।

পাতলা একটা পর্দা দিয়ে সবকিছু যে ঢাকা যায়না

সেটা তুমি কবে বুঝবে..?

প্রতিদিন চলুক উচ্চ আরম্বরে জলসা

আর তখনই আমি একটু একটু করে নিজেকে

কঠিন আর পুরু আবরণে ঢেকে ফেলতে পারবো।

জলসার শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছাক আমি চাই না।

আমি চাই না তুমি বিনা আমন্ত্রণে বারবার এসে

বৃষ্টির ধারাপাত ঢেলে যাও আঁখি পাতে।

ওখানে সূর্যকে আমন্ত্রণ করেছি,

প্রতিদিন ঝলমলে সকাল আর মাঝে মাঝে দ্বিপ্রহরে

অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়ে পুরিয়ে দিক কিছুটা।

তোমার আগমনটা যেন থমকে যায় 

বেশ অনেকটা দূরে......!

তুমি দূর থেকে দেখেই ফিরে যাবে।