Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#শহীদের রক্ত মেশা অতীত
ডা.শামস রহমান ০৮ ফাল্গুন '১৪২৮;ইং ২১/০২/২২
মা বলেছিল ওরা মুখের ভাষা কেড়ে নিলো,খোকা তুই কি বসে থাকবিআজ একুশের ভোরে জেগে আছি সবাই,অধিকারে কথা বলব!কামনা যত প্রস্ফুটে বাইশে,আজ ফাগুনের আশা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#শহীদের রক্ত মেশা অতীত


ডা.শামস রহমান 

০৮ ফাল্গুন '১৪২৮;ইং ২১/০২/২২


মা বলেছিল ওরা মুখের ভাষা কেড়ে নিলো,

খোকা তুই কি বসে থাকবি

আজ একুশের ভোরে জেগে আছি সবাই,

অধিকারে কথা বলব!

কামনা যত প্রস্ফুটে বাইশে,আজ ফাগুনের 

আশা নিয়ে

বাংলা হবে এদেশের রাষ্ট্র ভাষা,রুখে দিলো

প্রাণ দিয়ে।

অরুণ কিরণ শপথে ছড়াক চারিদিকে,দৃপ্ত 

হবে সে মিলন

আলোকিত দিশা ছড়িয়ে দাও সবখানে,কর 

তাকে আজ বরণ।


একুশের মাসে ভাষা শহীদের আশে,যত স্বপ্ন 

ভেসে আসে

বুলেটে ঝাঝড়া করেছিল সেদিনের রাজপথ,

রক্ত মিশেছিল ঘাসে,

কখনও বায়ান্নর পথ ধরে হেঁটে যেও একবার

সেদিনের কথা মনে করে

স্বপ্নগুলো সবাই দেখেছিল সেদিন,বাংলাকে 

বুকে ধরে।

বায়ান্নর স্বপ্ন একাত্তরে উত্তীর্ণ,বাংলার মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে

আজ শিশু যারা আগামীর কিশোর যুবা,বাংলা 

হবে তোমাদের নামে!


মাটির আশ্রয়ে মায়ের প্রশ্রয়ে,এই বাংলাকে 

সাঁঝ সকালে দেখি

কোনদিন পথ চলতে যেয়ে হোঁচট খেয়ে,আবার 

শির উঁচু করে থাকি!

মাটির মায়ায় সুনিবিড় ছায়ায়,যারা পথ দেখালো সেদিন

ভুলে যেওনা তাদের আত্মত‍্যাগ মহিমা,দিয়ে গেল 

যারা জীবন।


ষড়ঋতুর মেলা,মিশে আছে মায়ায় বাংলার 

আবহমান ধারায়

পলিমাটি মেশা অন্তর ঘেষা কোলে,সুখ খুঁজি আপনহারায়!

একুশের প্রহর শপথের মোহর,শহীদের রক্তে 

মেশা অতীত

আমাদের যত গান সেই পথে গেঁথেছে একাত্তরে 

ভিত।


#কবিস্বত্ব_সংরক্ষিত।