Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

"সৃষ্টি সাহিত্য যাপন"
বিশ্বাস করি দু'জনই        মনোজ কুমার রথ ( ৭ ফাল্গুন,১৪২৮; 20-02-2022)------------------------------------------------------------
বিশ্বাস কর,বিষ আশ্বাস দেবো না কখনও,বিষ নিঃশ্বাস ছুঁতে পারবে না তো…

 


"সৃষ্টি সাহিত্য যাপন"


বিশ্বাস করি দু'জনই

        মনোজ কুমার রথ 

( ৭ ফাল্গুন,১৪২৮; 20-02-2022)

------------------------------------------------------------


বিশ্বাস কর,

বিষ আশ্বাস দেবো না কখনও,

বিষ নিঃশ্বাস ছুঁতে পারবে না তোমায়;

জীবন বিমার লোগোর শিখাটির মতো 

দু'হাতের তালুর মাঝে ধরে রেখেছি 

তোমার অনুপম মুখ;

...নিরূপমা!

আরও সহস্র জীবন,

বিমা রাখতে পারি তোমার কাছে।


সেই কোন শিশুকাল থেকেই ইন্জেকশনে ভয়!

তবুও দু দু'টো টিকা নিয়েছি...

তুমিও;

মৃত্যু ভয়ে নয়...

তোমার থেকে হারিয়ে যাওয়ার ভয়,

তোমাকে হারিয়ে ফেলার ভয়;

মৃত্যু ভয়ও যে এর কাছে আশ্চর্যরকম তুচ্ছ!


গুচ্ছ গুচ্ছ ফুল বেঁধেছি,

লালবাঁধ থেকে কুুড়িয়ে এনেছি এক আঁজলা পলাশ,

উঠোনের হিমসাগরে কত বকুল ধরেছে দেখো!

ময়ুর পুচ্ছের মতো মন,

মেলেছি...

মেলেই আছি সে-ই কবে থেকে!

তখন যদিও বসন্ত ছিল না,

তবু ফুল ফুটেছিল...

ফুটেছিলে তুমি...

ফুটেছিলাম আমি,

পলাশ... তোমার কাছে নয় নিছকই একটা নাম;

বদনাম রটেছে ক-ত,

কলঙ্কের পাঁক ছুঁড়েছে পাড়ার ক-ত পাজ্জন!

গেলাস ভর্তি মহুয়ার মদ,

মত্ত আমি তোমাতেই সব সময়।


ফুটেছিলাম সেই প্রথম দু'জন দু'জনের বাগানে,

ফুটেই আছি এখনও...

থাকবও আমরণকাল।


হাল ছাড়িনি কখনও...

তুমি পাপড়ি,

আমি পাগড়ি বেঁধেছি হোতার মতো...

প্রেম সত্যি সত্যি এক মন্দির;

তুমি প্রদীপের শিখা,

আমার সুসজ্জিত ঝুপড়ি...

তোমার সুর সজ্জিত আমাদের নিত্য বাসর;

বিশ্বাস করি দু'জনই।


                                   ***   ***

                                    ম.কু.র.