Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
 কবিতা:---মাতৃভাষাকলমে :---বামাপদ মন্ডলতারিখ :---২১/০২/২০২২
 আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি,গৌরবোজ্জ্বল দিন মোরা বাংলা ভাষা ব্যবহারকারী।ভাষা আন্দোলনের নির্মম দিন এটি হয় শহীদ দিবস,মাতৃভাষার স্বীকৃতির জন…

 


সৃষ্টি সাহিত্য যাপন


 কবিতা:---মাতৃভাষা

কলমে :---বামাপদ মন্ডল

তারিখ :---২১/০২/২০২২


 আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি,

গৌরবোজ্জ্বল দিন মোরা বাংলা ভাষা ব্যবহারকারী।

ভাষা আন্দোলনের নির্মম দিন এটি হয় শহীদ দিবস,

মাতৃভাষার স্বীকৃতির জন্য আন্দোলন নিরলস।

১৯৫২সালের একুশে ফেব্রুয়ারি স্মৃতিবিজড়িত দিনে,

শহীদ হয় কত ছাত্র-ছাত্রী পুলিশের নির্মম গুলিবর্ষণে।

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য করেছে আন্দোলন,

শহীদ হলো মোদের বাংলার কত নিরীহ মানুষ জন।

কত শহীদের পিতা-মাতা হল সন্তানহারা,

রফিক-জব্বার-শফিউল-আলম সহ আরও যারা।

কত স্ত্রী তার সিঁথির সিঁদুর দিয়েছি জলাঞ্জলি,

রক্তে রাঙানো রাজপথ হতে মৃত স্বামীকে তুলি।

কত ভাই-বোন তার ভাইকে হারিয়ে করেছে হাহাকার,

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার রূপান্তরের নিয়ে অধিকার। 

আজ মোরা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের পুণ্য লগ্নে,

মাতৃভাষা দিবস পালন করি মোরা অতি যত্নে।

মোরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়ে,

বাংলা মোদের মাতৃভাষা তাকে বরণ করে মোহে।

বাংলা ভাষায় মাকে ডাকি "ওগো আমার মা",

তুমি শিখিয়েছ বাংলা বলতে তোমার নেইকো তুলনা।

ধন্য তোমায় বঙ্গভূমি আমার জন্ম তোমার কোলে,

মধুর বাংলা ভাষায় কথা বলি অন্য ভাষা চেয়ে।

বাংলা ভাষায় তোমায় ডাকি বাংলায় গাই গান,

মাতৃভাষা বাংলা মোদের সব বাঙালির একপ্রাণ।

একুশে ফেব্রুয়ারি গর্ব মোদের বাংলা আন্তর্জাতিক ভাষা,

মোরা স্মৃতি বিজড়িত দিনটিকে জানাই ভালোবাসা।