Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন    শিরোনাম-- বাংলা ভাষাকলমে -- পিয়ালী বসু তারিখ  -- ১৮,০২,২২বাংলা আমার মাতৃ জঠরে, বাংলায় পাই সুখআমার মুখের প্রথম ভাষা বাংলা বোলেই ফুটুক। শৈশবে করি লুটোপুটি বাংলার কোলে, মাঠেআঁচল ভরা শাপলা শালুক বাংলারই পুকুর…


সৃষ্টি সাহিত্য যাপন    

শিরোনাম-- বাংলা ভাষা

কলমে -- পিয়ালী বসু 

তারিখ  -- ১৮,০২,২২

       

বাংলা আমার মাতৃ জঠরে, বাংলায় পাই সুখ

আমার মুখের প্রথম ভাষা বাংলা বোলেই ফুটুক। 

শৈশবে করি লুটোপুটি বাংলার কোলে, মাঠে

আঁচল ভরা শাপলা শালুক বাংলারই পুকুর ঘাটে।

মুখের হাসি, মনের খুশি বাংলাতেই ভাল ফোটে

অন্য ভাষার চাইতে যেন বাংলাটাই বেশি মিঠে।

মন ভরালো বাংলার গান মিঠে সুর তাল লয়ে, 

উতলা নদীতে ভাটিয়ালি সুরে মাঝি গায় দাঁড় বেয়ে

হীরে জহরত মণি মাণিক্যে ভরানো কাব্য সাহিত্যে

সব ভাষার শ্রেষ্ঠ আসন পাবে বাংলাই তার মহত্বে।

সব সাজের চাইতে সেরা বাংলা মায়ের সাজ

তবু কেন বাংলা বলতে মোদের এত লাজ?

অন্য ভাষার ভাব বুঝতে হোঁচট খেয়ে পড়ি

চোখের সামনে ঝুলছে দেখি উন্নতির সিঁড়ি,

তরতরিয়ে উঠব বলে বাংলাকে রাখি পিছে

নকল শিক্ষায় ভর করে নিজেকে নামাই নীচে।

বাংলা নিয়েই বাঁচতে চাই শিরদাঁড়া সোজা রেখে

মায়ের ভাষাতেই মন ভরাই মায়েরই আদর মেখে।

ভাই এর সাথে খুনসুটিতে হাবিজাবি যত কথা

বাংলা ভাষাতেই জমানো আছে সেসব গল্পগাঁথা।

বাংলা ভাষার গৌরব ফেরাতে কতো হলো বলিদান

অকালে মায়ের কোল খালি করে ঝরলো কত প্রাণ।

শহীদের রক্তে রাঙানো দেখো মাতৃভাষার চরণ

বাংলাতে যখন জন্ম আমার বাংলাতেই তখন মরণ 

আজকে সেই ভাষার দিবস একুশে ফেব্রুয়ারী 

একটি দিনেই বাংলা ভাষাকে মহাসমারোহে স্মরি।

তারপরেই সারাবছর বাংলার সাথে মোদের আড়ি,

ছেলে মেয়েকে বিদেশী ভাষায় শিক্ষিত করি।

ভাষার সম্মান ফিরিয়ে দিতে যারা দিল আপন প্রাণ

তাদের কথা ভুলেছি মোরা, রাখিনি বাংলার মান।

 এসো ভবিষ্যতের কাছে মোরা করি অঙ্গীকার 

ভালোবেসে বাঁচাবো শিকড় মোদের বাংলা ভাষার। 

                  ' পিয়ালী '