Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ষোল দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক

বাবলু বন্দ্যোপাধ্যায়,  পূর্ব মেদিনীপুরখেলাধুলার মান উন্নয়নে  গ্রামবাংলা ও যে পিছিয়ে নেই এত ক্রীড়ামোদী জনসমাগমই  তার প্রমান।  খেলাধুলা শরীর চর্চার প্রধান অঙ্গ। সরকারের করোণা বিধির সমস্ত প্রোটোকল কে মান্যতা দেওয়ার জন্য  উদ্যোক…



বাবলু বন্দ্যোপাধ্যায়,  পূর্ব মেদিনীপুর

খেলাধুলার মান উন্নয়নে  গ্রামবাংলা ও যে পিছিয়ে নেই এত ক্রীড়ামোদী জনসমাগমই  তার প্রমান।  খেলাধুলা শরীর চর্চার প্রধান অঙ্গ। সরকারের করোণা বিধির সমস্ত প্রোটোকল কে মান্যতা দেওয়ার জন্য  উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন  বিশিষ্ট শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট হাইস্কুল ফুটবল মাঠে ক্ষেত্রহাট শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছিলেন।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু ঘড়া ,বিশিষ্ট  শিক্ষাব্রতী সুকুমার মাইতি, মেচেদা লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান শান্তনু মন্ডল, স্থানীয় ডাক্তার হিমাংশু মাইতি ,সমাজসেবী তুহিন চৌধুরি ক্লাবের সভাপতি  অশোক দেয়ান ,সম্পাদক দেবাশীষ সী। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন তপন মাইতি ও মৃত্যুঞ্জয় বারিক ।খেলাটি এক মাস ধরে চলবে বলে জানা গেছে।