Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন"পিয়াসী মন"----রেশমা বেগম  ২৫.৩.২০২২ ইং 
ভালো লাগে বহতা নদীর কূলভালো লাগে জল তরঙ্গের নূপুর,নদীর পাড়ে দাঁড়িয়ে তালগাছের সারিপিয়াসী মন বিহঙ্গের ডানায় সোয়ারী।ভোরের নরম-আভা শীতল করে নয়ননৈস্বর্গিক প্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

"পিয়াসী মন"

----রেশমা বেগম

  ২৫.৩.২০২২ ইং 


ভালো লাগে বহতা নদীর কূল

ভালো লাগে জল তরঙ্গের নূপুর,

নদীর পাড়ে দাঁড়িয়ে তালগাছের সারি

পিয়াসী মন বিহঙ্গের ডানায় সোয়ারী।

ভোরের নরম-আভা শীতল করে নয়ন

নৈস্বর্গিক প্রীতি উদারতায় ফোঁটে কাব্যচয়ন,

নদীরকোল বেয়ে যায় গন্তব্যে নৌকারমাঝি

আপনা খেয়ালে নাইওরি সাজায় গীতসাজি।

ভালোলাগার ডালায় প্রাকৃতিক বিন্দুবিসর্গ সবই

ভালোবাসি অনিবার তোমারি অকৃতিম ছবি,

দূর-সীমানায় গাঁয়ে অবিরাম বৃক্ষের প্রহরী

বসতভিটার ঘাটে সাদর আপ্যায়ন তোমারি।

বসন্তে-চৈত্রে বিক্ষিপ্ত চেতনা ঘুরে বনে 

কোকিল ডাকে রাঙা-পলাশে নিবিড় মনে,

পিয়াসী মন খুঁজে বেড়ায় কাব্যকলি 

দক্ষিণা বাতাসে উতলা করে সন্ধ্যামণি।

গাঁয়ের মেঠো পথ ধরে কৃষক-কৃষাণী 

হেঁটে যায়, শস্য আবাদের তদারকি,

মনপবন দোলে কত কী দেখে 

তিয়াসী  তৃষ্ণা মেটে বাংলার 

শৈল্পিক কারুচিত্র দেখে! 


ঢাকা-বাংলাদেশ।