Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   গড়াবে ফুল বাসিকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৪ , ০৩ , ২০২২
বুকের মধ্যে শ্মশান বুকের মধ্যে সাহারা ,বুক পোড়ে রোদে-আগুনে বুকেই শ্রাবণধারা ;বুকের মধ্যে গাছভর্তি কথার কিশলয় ,বুকের মধ্যেই ঝড় ও নত…



সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   গড়াবে ফুল বাসি

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৪ , ০৩ , ২০২২


বুকের মধ্যে শ্মশান বুকের মধ্যে সাহারা ,

বুক পোড়ে রোদে-আগুনে বুকেই শ্রাবণধারা ;

বুকের মধ্যে গাছভর্তি কথার কিশলয় ,

বুকের মধ্যেই ঝড় ও নতুন সূর্যোদয় ।


ফোটে সাঁঝ-আকাশে নিত্য অযুত তারার ফুল ,

নিত্য অনেক সত্যি চলি--অনেক চলি ভুল ;

অনেক তারা যায় ঝরে বেদনায় নিশ্চুপ ,

কত ফুল ঝরে নীরবে--হারিয়ে বৃন্তসুখ ।


স্মৃতির বৃন্তে কিছু বা ঝুলে থাকে কিছুদিন ,

তরপরে ঘোর ব্যস্ততা কলকল্লোলে বিলীন ;

তবুও ফুল ফুলকুঁড়িতে সুবাসে গুপ্ত থেকে

বাস বিলোবার বাসনায়--মরে রাত্রি জেগে ।


ফুল জানি সকলের অনেক আদরণীয় ,

যতক্ষণ দেবার থাকে কিংবা প্রয়োজনীয় ;

তারপর মূর্তি হয়ে ফুল পড়ে থাকে এককোণে 

বায়স-বিষ্ঠে মলিন হয়ে পরম অযতনে ।


জীবন তবুও ভালোবাসা চায়--চায় ভালোবাসতে ,

কান্নার উপকূলেই হো-হো করে চায় হাসতে ;

এমনি  হাসি দিয়ে কান্না কিনি--কান্না দিয়ে হাসি ,

মৃত্যুর পরে তেমনি জানি গড়াবে ফুল বাসি ।


চোখতারাতে দেখি যদিও অনেক অন্ধকার ,

জেগে ওঠে অন্ধকারে আলোকের পারাবার ;

সেই আলো ঘিরে স্বপ্ন আঁকি নিত্য শত শত ,

সেই স্বপ্নের ঘায়ে বুক ক্ষতে ক্ষতে বিক্ষত ।


জীবন জানি ঠিক এমনি আলোছায়ার খেলা ,

মেঘ ও রোদের লুকোচুরি দুঃখ-সুখের মেলা ।

----------------------------------------------------------------