Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন শিরোনাম :- আমার আমিকলমে :- হিমাংশু সামন্ততারিখ :-২৫.০৩.২০২২°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°মনের মাঝে বিবাদ কেন চলছে সারা দিনে ,আমার আমি বেঁচে আছে একটা তুমি বিনে ।
যাকে আমি বলতে পারি মনের গোপন কথা,খুঁজে খুঁজে বিফল হয…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

শিরোনাম :- আমার আমি

কলমে :- হিমাংশু সামন্ত

তারিখ :-২৫.০৩.২০২২

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

মনের মাঝে বিবাদ কেন চলছে সারা দিনে ,

আমার আমি বেঁচে আছে একটা তুমি বিনে ।


যাকে আমি বলতে পারি মনের গোপন কথা,

খুঁজে খুঁজে বিফল হয়ে পেলাম অনেক ব্যথা ।


আমার আমি একটা আমি প্রশ্ন ওঠে মনে ,

ভালো মন্দের যুদ্ধ চলে প্রতি ক্ষনে ক্ষনে ।


জটিল জটিল অংক গুলো ঘুরে হৃদয় মাঝে,

বিপদ বুঝি এলো এবার ঘিরতে সকাল সাঁঝে ।


আমার আমি নরম মনের বোঝাই কেমন করে,

এড়াতে চাই সকল তুফান তবু জাপ্টে ধরে ।


আমার আমি একটা আমি এটা বলবো কারে ,

যতোই আমি বোঝাই সেটা অমনি এসে মারে ।


আমার আমি একটা আমি যতোই ফেল ফাঁদে,

তবু কেন জোয়ার এলে লুকিয়ে বসে কাঁদে ?


শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখি মনে,

আমার আমি একটা আমি যতোই বকো বনে ।


মনের খিদে আজব রকম মনটা বোঝে ভালো,

নিভে যাবে দখিন বায়ে যতোই আগুন জ্বালো ।


আমার আমি একটা আমি দুটি কভু নহে ,

নদী যেমন ছুটে চলে নুড়ি পাথর বহে ।