Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

বিভাগ~কবিতা।শিরোনাম~অনুপ্রেরণা।কলমে--নবজীবন ছত্রধর।১৭/০৩/২০২২~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~এক সাধারণ ভিক্ষুক স্টেশনে বসে করছিলো ভিক্ষা,দরিদ্র মানুষ দুবেলা দুমুঠো খায় তেমন নাই তার শিক্ষা।
এক সুটবুট পরা অফিসার তার পাশ দিয়ে চলেছে আনমনে,বা…

 


বিভাগ~কবিতা।

শিরোনাম~অনুপ্রেরণা।

কলমে--নবজীবন ছত্রধর।

১৭/০৩/২০২২

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এক সাধারণ ভিক্ষুক স্টেশনে বসে করছিলো ভিক্ষা,

দরিদ্র মানুষ দুবেলা দুমুঠো খায় তেমন নাই তার শিক্ষা।


এক সুটবুট পরা অফিসার তার পাশ দিয়ে চলেছে আনমনে,

বার বার ভিক্ষে চেয়ে বিরক্ত করছিলো প্রতি ক্ষণে ক্ষণে।


দারুণ রেগে অফিসার বলে 'ভিক্ষে দিলে তুমি কি দেবে আমায়'?

'কি দেবো আমি স্যার,আমি তো অতি দরিদ্র  ক্ষিদেয় জীবন যায়'।


অফিসারের কথাটা বার বার ভিক্ষুকের মানসপটে দারুণ ভাবায়,

কিছু নিলে কিছু দিতে তো হবেই এটা নাহলে কি সত্যি মানায়!


পরের দিন কিছু ফুল সংগ্রহ করে ভিক্ষুক এসে বসলো স্টেশনে,

সেই অফিসার যায় আবার তার সামনে দিয়ে অতি আপনমনে।


ভিক্ষা চায় ভিক্ষুক তাঁর কাছে 'ভিক্ষে দিলে আমি কিছু দেবো',

'আপনি খুশি হয়ে ভিক্ষে দেবেন আমি ফুল দিয়ে ভিক্ষে নেবো'।


অফিসার ফুল হাতে নিয়ে বলেন 'তুমি তো হয়ে গেছো বিজনেস ম্যান,

কথাটায় গুরুত্ব দিলো ভিক্ষুক,তাই ফুলের ব্যবসা হবে তাঁর ধ্যান জ্ঞান।


যেইভাবা সেই কাজ,পরের দিন থেকে শুরু হয়ে গেলো ফুলের ব্যবসা,

দিনের পর দিন ব্যবসা বড় হলো কারুর সাথে নেই তার কোনো বচসা।


অনেক দিন পরে ট্রেনে সেই অফিসারের সাথে ভিক্ষুকের হলো দেখা,

'আজ আমি লাখপতি,আপনার অনুপ্রেরণায় আমার ব্যবসা শেখা'।


একগোছা রজনী গন্ধার ফুলে অফিসারকে করল শুভেচ্ছা অভিনন্দন,

ভিক্ষুক আজ ধনবান হয়েছে দুজনের মধ্যে হলো আজ প্রীতির বন্ধন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~