Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান বিষয়ক প্রাচীর পত্রিকার প্রকাশ কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    পূর্ব মেদিনীপুর"স্বাধীনতার উত্তর যুগে ভারতীয় বিজ্ঞানীদের অবদান" শীর্ষক এক প্রাচীর পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    পূর্ব মেদিনীপুর

"স্বাধীনতার উত্তর যুগে ভারতীয় বিজ্ঞানীদের অবদান" শীর্ষক এক প্রাচীর পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলে। উদ্বোধন করলেন বিদ্যালয়ের সভাপতি এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদার। গোবিন্দ স্বরূপ, আব্দুল কালাম,হোমি নুসেরজি সেঠনা, হোমি জাহাঙ্গীর ভাবা,  বিক্রম সারাভাই, জয়ন্ত বিষ্ণু সহ  সেই সময়ের প্রখ্যাত বিজ্ঞানীদের জীবন চর্চার বিষয়বস্তু গুলি এই পত্রিকায় তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক  মৌসুমী সেনগুপ্ত, ঘনশ্যাম বর্মন অতিথি শিক্ষক সুকুমার মাইতি। পত্রিকা পরিকল্পনায়  ক্ষেত্রে অরিন্দম ব্যানার্জি, স্বদেশ চক্রবর্তী, শুভেন্দু মাইতি, শুভেন্দু মন্ডল ,সন্দীপা গুহ, সন্দীপ কুন্ডু বিশেষভাবে প্রশংসার দাবি রাখে।