Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

তারিখঃ-10/03/22কবিতাঃ-ঋণী হতেকলমেঃ-পূর্ণ দে
দিন মিশে যায় রাতের ছায়ায়মাস চলে যায় মাসের শেষেআবার সেই পাথরের মতো বছর আসে,তবু ঝড় ঝাপটা পেরিয়ে গাছে গাছে ফুল ফোটে .......
সবাই থাকে খুব কাছে কাছেকেউ আবার অন্য কোথাও যায় চলেগড়ে তোলে…

 


তারিখঃ-10/03/22

কবিতাঃ-ঋণী হতে

কলমেঃ-পূর্ণ দে


দিন মিশে যায় রাতের ছায়ায়

মাস চলে যায় মাসের শেষে

আবার সেই পাথরের মতো বছর আসে,

তবু ঝড় ঝাপটা পেরিয়ে গাছে গাছে ফুল ফোটে .......


সবাই থাকে খুব কাছে কাছে

কেউ আবার অন্য কোথাও যায় চলে

গড়ে তোলে নতুন করে বসত বাড়ি

কোলাহল রাস্তা ছেড়ে অনেক দূরে.....


মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে হয়

পথ ক্লান্ত পথিকের মতো গাছের ছায়ায় নিতে বিশ্রাম,

ইচ্ছে হয় চলে যেতে দূর থেকে অনেক দূরে

নদীর কাছে-সবুজ বনের কাছে.....

শীতল স্বচ্ছ জলে স্নান সেরে

পাখির গান শুনে ক্ষতবিক্ষত হৃদয়ে একটু মলম লাগাতে


এভাবে মাঝে মাঝে প্রকৃতির কাছে

ঋণী হতে বড়ো ভালো লাগে......