Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

বন্দনায় বিনয়ীময় সাহিত‍্য নিবেদন :প্রণতির কবিতা---** আত্ম শুদ্ধির সিন্ধু **               মিঠুন 10-03-2022-------------------------------------------***আমি ওই চরণে ঠেকাইনু মাথা যদি চরণই হয় সত‍্যের দাসঅহং হীন বিদ্বেষ নাশি সেই গৃহে …

 


বন্দনায় বিনয়ীময় সাহিত‍্য নিবেদন :

প্রণতির কবিতা---

** আত্ম শুদ্ধির সিন্ধু **

               মিঠুন 

10-03-2022

-------------------------------------------***

আমি ওই চরণে ঠেকাইনু মাথা 

যদি চরণই হয় সত‍্যের দাস

অহং হীন বিদ্বেষ নাশি সেই গৃহে 

হে বন্ধু! করিব বাস।

ওই রবি হে উদিয় তব প্রাণে সিন্ধু সাগর জলে

আমি ওই রবিতেই আঁধার সঁপিবো

প্রাণের আঁধার পূজার ফুলে-

আমার উপাসনা ঢালিবো ওই হে..!

পার্থিব‍্য তোমার সিন্ধু রেখার বিন্দু মূলে।

আমি ভিখ্ চাহিব ভিখারি গো

তোমার দানের সাগর কূলে।।

আমার প্রভাস প্রকাশ বিকাশ হেরী

ভরিবো তোমার জ্ঞান ভৈরবী...!

প্রাণের মুক্ত নিরঙ্কুশ করিবো তোমা হে

ছিনিয়ে হরিয়া শত বিষ করবী।

পূরবী পৌলমী হরিণারণ‍্যে ফুটিবো 

ধূত্রো হয়ে আকন্দে টুটিবো...

তোমার মহাপ্রলয়ের নৃত‍্য নাচিবো...

বন্ধু!

যদি হে তব ভাষ‍্য হয় সুভাষ‍্য সুবাস

মোর এহেন মনুষ‍্য সাধ করিবো তোমারই কৃতদাস।।

জেনো বন্ধু!


আমি পঞ্জামী পরি- ধুতিও পরি...

রবির কাব‍্য-জ্ঞান সিন্ধু পড়ি

তাই হেতু কদা হে...! থুবরে পড়ি না

আমি নজরুলের নার্গিস প্রেমিক ওই

সু-কণ্ঠি ফিরোজা

সুদূর সিন্ধু সুরের ধারায় সাধি এপাড় হতে

ওপারে যাই ভাসি হে তাই খুলি কবরীর সিন্ধ‍্যু দরজা।

আমি তর্জাই যদি হে মেঘমালা সে

বর্ষণ নামাই শ্রাবণে এসে কদম্ব- কুসুম ভালোবেসে-

শেষের অথিতি হইবো যবে শেষের অতিথিতে তব

তোমার মুক্ত পালের হাওয়া হবো

সূর্য‍্য-তোরণ নিশাণ জাগি

শান্ত শীতল সিলিল ধরিনু ওই

 অরুণ প্রাতের তরুণ মাগী...!

তোমার ব‍্যাথার হইবো ভাগী

যদি হে বৈরাগ‍্যে তব থাকে আত্মদিশারও আশ।

আমি তোমার দ্বীন-‍্দৈণ‍্য আপনি হানিয়া

অমর্তধামে করিনু বাস।।


....................... অসমাপ্ত

ভুল ত্রুটি মার্জণীয়..🙏