Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য -সম্মাননা

শিরোনাম :- বিরহী খেয়া পারাপারকলমে :- নির্মল বরাটতাং :-16/03/2022
সেখানে গভীর প্রেম নাকি..একাকীত্বের ক্রন্দন....
হয়তো এক গভীরতম উপত‍্যকা আর ----উপত‍্যকার ঢালু পাড় ছুঁয়ে বয়ে গেছে স্বচ্ছন্দে শীতল স্বচ্ছ মিষ্টি মেদুর স্রোতধারা।
দূরে, হয়…

 


শিরোনাম :- বিরহী খেয়া পারাপার

কলমে :- নির্মল বরাট

তাং :-16/03/2022


সেখানে গভীর প্রেম নাকি..একাকীত্বের ক্রন্দন....


হয়তো এক গভীরতম উপত‍্যকা আর ----

উপত‍্যকার ঢালু পাড় ছুঁয়ে বয়ে গেছে স্বচ্ছন্দে শীতল স্বচ্ছ মিষ্টি মেদুর স্রোতধারা।


দূরে, হয়তো অনেকেই দূরে ফাগুন রাতের নিরালা সূর,--

জ‍্যোৎস্নাও মায়া চোখে উষ্ণতা এনেছে অনেক বেশী;

ইচ্ছেরা অনন্ত বিলাসীতায় উপসংহার রচে যায় নিত‍্য কাব‍্যের পাতায় ;

কচি পাতা ছুঁয়ে প্রতিজ্ঞা করে গেছে মৌমাছি,-- বসন্ত আনবার তরে।


অলিখিত অধ‍্যায় প্রতিষ্ঠা পেতে চেয়েছে বারে বারে ;--

বির্বণ যৌবন রঙ চুরি করেছে ঐ আগুন পলাশের কাছে ;

অন্বেষী গোধূলি দিয়েছে রঙতুলির ছটা।


স্বপ্নপসরা সাজিয়ে চলেছে একা গহন তটে তরঙ্গের দল ;--


ম্লান অরণ্যে বাতাস এসে কি যেন কি ঘোষণা করে মর্মরের অঙ্গীকারে ,--


তবুও দুপায়ের ছন্দে মনকেমনের উজান,--

আর এক অচেনা কবিতার জন্ম আর ---

বিরহী খেয়া পারাপার।