Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন। 
বিষয় - কবিতা।শিরোনাম - "আমন্ত্রন লিপি।"কলমে - প্রিয়া সাহা। তারিখ- ২১/০৪/২০২২.
"আমন্ত্রন লিপি।"****************
তৃষাতুর তৃষ্ণা ভেজা বাতাসে।রামধনু রঙ জেগেছিলো আকাশে।।প্রাণের পুস্পিতার পূর্ণ অঞ…

 


সৃষ্টি সাহিত্য যাপন। 


বিষয় - কবিতা।

শিরোনাম - "আমন্ত্রন লিপি।"

কলমে - প্রিয়া সাহা। 

তারিখ- ২১/০৪/২০২২.


"আমন্ত্রন লিপি।"

****************


তৃষাতুর তৃষ্ণা ভেজা বাতাসে।

রামধনু রঙ জেগেছিলো আকাশে।।

প্রাণের পুস্পিতার পূর্ণ অঞ্জলি পুটে-

সোনার সোহাগ শিহরণে হেসে-

হেসেছিলো বঁধুয়া, বঁধু পরবাসে।।


ফাল্গুন চৈতালি চৈতি বাতাস-

কেঁদেছিলো পরাণে মিশে।।

তৃষাতুর তৃষা -

জেগেছিলো ভেজা বাতাসে।

সোনার পালক পলকে হাসিতে-

গেঁথেছিলো বঁধুয়ারে পরাণের চিতে।।


বেঁধেছিলো সুর সুরের মালাতে।

জ্বেলেছিলো আলো প্রাণের খেয়াতে।।

ভুবন পাড়ে হৃদয় পেতেছিলো

প্রাণের সে শিখা খানি।।

দিক বঁধুয়ার পরাণ মিতালি-

গোপন বঁধুয়ার পরাণের ডোরে-

ভুবন পাড়ের জ্বালা সে দীপ খানি।।


প্রিয় মৃদুভাষ পরানের আশ 

পুরিবে আজি সন্ধ্যা চিদাকাশ।।

কাননের ভিতে শিশিরে শিশিরে

সিক্ত বকুল গন্ধ ভেজা বাতাস।।


দাঁড়াও পথিকবর মোর পথের পড়।

সন্ধ্যানীড়ে সুখের শ্রাবন তীরে

এসো এসো ফিরে পরাণ পুরে।।

এসো সন্ধ্যাঘন সাঁঝের নীড়ে

পরানের মূলে প্রাণের তীরে 

বিজন পুরে হৃদয় মন্দির দ্বারে।।


হৃদয়ে জেগেছে কুল

ফুটেছে চৈতি ফুল।।

প্রাণের কুঞ্জবনে উতল আকুল।।

চেতনার ভিতে শ্রাবন মিশে 

ভেজা বাতাসে দুলিছে চৈতি দুল।।


ওগো এসো হেসো প্রাণের কুলে 

ভেসেছে আজি দুকুলা জোয়ার 

হৃদয় তিমির দ্বারে।। 

আঁধার মঞ্জুরি আছে ফুটে

ফোটা বাতাসে সিক্ত পরশে।।

শিশিরে শিশিরে করিছে স্নান

ঢালিছে প্রাণ প্রাণের বাতাসে।

বকুল ভেজা সন্ধ্যা বাতাসে।।


********************************************