সৃষ্টি সাহিত্য যাপন। ******************আমার কলম।*************
কলম তোমার সাথে বিচ্ছেদ আগত প্রায়। সখ্যতা তোমার সাথে আজন্ম। আমার জীবন কাব্যের ইতিহাস তোমার রচনা।মনে নেই কবে তুমি আমার সঙ্গী হয়েছিলে।কলম, আজ আমি ভীষন একা তোমার সাথেও বিচ্…
সৃষ্টি সাহিত্য যাপন।
******************
আমার কলম।
*************
কলম তোমার সাথে বিচ্ছেদ আগত প্রায়।
সখ্যতা তোমার সাথে আজন্ম।
আমার জীবন কাব্যের ইতিহাস
তোমার রচনা।
মনে নেই কবে তুমি আমার সঙ্গী হয়েছিলে।
কলম, আজ আমি ভীষন একা
তোমার সাথেও বিচ্ছেদ চাই। সাহিত্যের সাথে সম্পর্ক শেষ
কল্পনার ভুবনে আমি ব্রাত্য।
তুমি জানো আমার সেই গ্রাম্য জীবন আমার সবুজ দেখা।
শিশির ভেজা পথে ছুটোছুটি ভোরের প্রষ্ফুটিত গোলাপ ছুঁয়ে দেখা।
সেই দীঘির জলে হুটোপুটি রাজ হাঁস,সেই পানকৌড়ি, মাছরাঙ্গাদের কথা।
সেটা আমার গ্রামের ছেলেবেলা
উচ্ছাস অফুরন্ত।
কলম তুমি তো জানো হটাৎ প্রেমিক হতে পারিনি।
অধরের ছোঁয়া চাইনি কারুর বুকের মাঝে আবদ্ধ হতে চাইনি।
বৃষ্টি ভেজা দিনে তোমার সাথে কাব্য সাহিত্য যাপন করেছি।
প্রেম এসেছিলো নিঃশ্বব্দে, পারিনি ফুল হাতে দুয়ারে দাঁড়াতে।
কলম আমার তুমি জানো আমার
ছেলেবেলা। একা পথে হাঁটার গোপন কথা।
বলো কলম আমি তো কাউকে বঞ্চিত করিনি,,!
মানুষকে সন্মান দি আজও ভাবি মানুষ চিরসুন্দর।
পাহাড় নদী বালুকাবেলায় তুমি ছিলে পাশে সব সময়।
আমি যখন প্রেমিক তুমি দুষ্ঠুমি করতে কতো।
আমার ভালোলাগা,ভালোবাসা হবে না আমি নাকি ভীতু।
নিশিথ রাতে বধুয়ার পরশে আমি হব দিকভ্রান্ত।
কলম বিদ্রুপ করেছ তুমি আমার সেই ভাবনা।
আমি এখন শহরবাসী, গ্রামের গন্ধ গায়ে নেই।
হিংসুটে, স্বার্থ পর আপন সুখে সুখী নাকি।
কলম তুমি জানো আমি আজও সেই মানুষকেই ভালো বাসি।
আমি তো ভাগ্য মানি কলম আজও একই রকম আছি জানো।
বিশ্বাস আজও তো করি সবাই সুন্দর, তবে বলো কলম, এতো যন্ত্রনা কেন।
কলম আমাদের এই বিচ্ছেদ চির অমর থেকে যাবে।
এযে রোমিয় জুলিয়েটের চেয়ে বাস্তব জীবনের কাব্য।
আমার কাব্যিক সৃষ্ঠির একমাত্র সঙ্গী তুমি।
আমি নীলকন্ঠ নই,গরল আমার সহ্য হয়না।
কলম আমার রাগ কোরনা বিদায় ঘন্টা ওই বাজে দেখো,।
আমি তো ভালোবাসি আজও
তবু কারুর সুখের অন্তরায় হতে পারবো না।
কলম তোমার জন্য অনেক মানুষ আছে।
সাহিত্য সৃষ্টি হারিয়ে গেছে সে এখন অন্য সুখে বাঁচে।
"মেঘদুত "
21,04,2022
কোলকাতা।