Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নীল পূজা উপলক্ষে তমলুক শহরের শিব মন্দির গুলিতে ভক্তদের ভিড়

তমলুক শহরের প্রাচীন ঐতিহ্যবাহী ধরিন্দা গ্রামের শিব মন্দির, শিব মন্দিরে নীলযাত্রা উপলক্ষে আশেপাশের কয়েকটি গ্রাম ও তমলুক শহরের মানুষ সহ প্রায় ১০ হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে, সকাল থেকে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফলমূল সহ দ…তমলুক শহরের প্রাচীন ঐতিহ্যবাহী ধরিন্দা গ্রামের শিব মন্দির, শিব মন্দিরে নীলযাত্রা উপলক্ষে আশেপাশের কয়েকটি গ্রাম ও তমলুক শহরের মানুষ সহ প্রায় ১০ হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে, সকাল থেকে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফলমূল সহ দুধ ডাবের জল নিবেদন করেন। গত দু'বছর ভক্তদের সমাগম কিছুটা কম থাকলেও এবছর ভক্তদের ভিড় অনেকটাই বেড়েছে। বিগত কয়েক বছর প্রায় সোনার ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতো এই মন্দিরে। সেই কারণে মন্দির চত্বর জুড়ে নিরাপত্তা বাড়াতে বসানো হয়েছে সিসিটিভি এবং রাখা হয়েছে মহিলা ভলেন্টিয়ারও। পাশাপাশি ধারিন্দা শিব মন্দিরে নীল যাত্রা উপলক্ষে আগত সকল পুণ্যার্থীদের জল দান ও ফল দান করা হয়। উদ্যোগে ছিল কুড়ি নম্বর কমিটি এবং সহযোগিতায় ছিল জাগরণ সংঘ। এদিন  ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে মন্দির চত্বর ঘুরে দেখেন স্থানীয় কাউন্সিলর চঞ্চল কুমার খাড়া সহ বিশিষ্ট ব্যক্তিরা।