Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

শিরোনাম-সুখের প্রদীপ।কলমে-কবির আহম্মেদ। তাং-০৫/০৪/২০২২খ্রিঃ 
কবে আমি পাবো তোমায় মিলন বাসরে? ওহে সখিরে-আসবে মোর!শুভক্ষণটি জানিনা কবে? কোন সুদূরে?তোমার পাওয়ার আশার মিলন হবে কি প্রভাতে?মিলন স্নান সেরে নেব ধূপের ধোঁয়ায় ঐ নিশিতে।
দীপ…

 


শিরোনাম-সুখের প্রদীপ।

কলমে-কবির আহম্মেদ। 

তাং-০৫/০৪/২০২২খ্রিঃ 


কবে আমি পাবো তোমায় মিলন বাসরে? ওহে সখিরে-

আসবে মোর!শুভক্ষণটি জানিনা কবে? কোন সুদূরে?

তোমার পাওয়ার আশার মিলন হবে কি প্রভাতে?

মিলন স্নান সেরে নেব ধূপের ধোঁয়ায় ঐ নিশিতে।


দীপের আলোয় দু'চোখ বুঁজে নেব সুরধ্বনি সুঘ্রাণ-

আত্মমুখি সুরেরটানে মাতোয়ারা হবে মন ও প্রাণ।

সখি তোমায় পাবো বলে নিদ্রাহীন চোখের পাতা-

রাতের আকাশ আমার আকুল নয়ন দিশেহারা।


 শ্রাবণী মেঘগুলো তোমায় খুঁজে খুঁজে আশাহত-

সকাল সাঁঝে কাজের মাঝে খুঁজি আমি অবিরত।

 তুমি আসবে বলে নিজের যুদ্ধ করি নিজের সাথে-

রক্তক্ষরণ বুকের গহীনে তোমায় পাওয়ার পথে।


দৃষ্টি ক্ষীণ হয়না যেন সখি তোমার পথ পাণে চেয়ে-

বেলা শেষে দিও দেখা তুমি সখি আশার ঘরে।

সখি তব চাই পেতে তোমার মিলন চেতনা মম-

একটু খানি চোখের জলে গলুক সখি হৃদ মম


 দিবসযাপন দুঃখ সুখ জীবনছবি আঁকতে থাকি- বাউলমনের একতারাতে সুখ দুুঃখের সুরতুলি।

সখি তোমার পাবোই আমি আশা বেঁধে রাখি-

 আশাতেই জ্বালাই সন্ধ্যা সুখের প্রদীপ বাতি।