হলদিয়াঃ দিল্লীকান্ডের মূল অভিযুক্ত মহম্ম আনসারের সাথে অনেকের যোগ রয়েছে, তাদের খোঁজে ক্রাইম বাঞ্চের প্রতিনিধিরা। দিল্লীতে মিছিলের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সাথে বাংলার অনেকের যোগ রয়েছে। আর তার তদন্তেই মঙ্গলবার র…
হলদিয়াঃ দিল্লীকান্ডের মূল অভিযুক্ত মহম্ম আনসারের সাথে অনেকের যোগ রয়েছে, তাদের খোঁজে ক্রাইম বাঞ্চের প্রতিনিধিরা।
দিল্লীতে মিছিলের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সাথে বাংলার অনেকের যোগ রয়েছে। আর তার তদন্তেই মঙ্গলবার রাতে মহিষাদল পৌঁছায় দিল্লির ক্রাইম বাঞ্চের এএসআই সুরেশ কুমার সহ তিনজনের একটি দল। মঙ্গলবার মহিষাদল থানার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। বুধবার সকালে মহিষাদল থানা হয়ে হলদিয়ার সুতাহাটা থানায় যায়। সেখানে সুতাহাটা পুলিশের সাথে কথা বলছেন তারা। জানা গিয়েছে, অফিসারদের কাছে কল রেকর্ড ও বেশ কিছু ছবি ও তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। সেই তথ্য প্রামনের ভিত্তিতে আনসারের সাথে কাদের যোগাযোগ রয়েছে তা জানার চেস্টা করছেন দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এর পুলিশ।।