Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম :- প্রাক্তনকলমে :- হিমাংশু সামন্ততারিখ :-২৮.০৫ .২০২২⭐⭐⭐⭐⭐⭐⭐⭐প্রাক্তন শব্দ এখন আর সেভাবে আহত করেনা আমায় ,শুনে শুনে নিজেকে শক্ত ও মজবুত করে নিয়েছি ,তোমরা পুরুষেরা খুব সহজেই এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গি…



সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম :- প্রাক্তন

কলমে :- হিমাংশু সামন্ত

তারিখ :-২৮.০৫ .২০২২

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

প্রাক্তন শব্দ এখন আর সেভাবে আহত করেনা আমায় ,

শুনে শুনে নিজেকে শক্ত ও মজবুত করে নিয়েছি ,

তোমরা পুরুষেরা খুব সহজেই এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়ে মধু খেতে পারো ,

কিন্তু আমরা নারীরা তা পারিনা অতো সহজে ...

হয়তো কিছু দিনের জন্য মন কষাকষি তারপর দুজনের পথ আলাদা ...

তুমি যদি আত্মনির্ভর হও আমি কম কিসে ?

আমিও তোমাকে ছাড়াই নিজের সন্তানের দায়িত্ব পালন করতে সক্ষম ,

তোমরা পুরুষেরা উপার্জন করো তাই তোমাদের খুব অহংকার ,

তোমরা ভাবো নারী তোমাদের অধীনে থেকে সব অত্যাচার মুখ বুজে সহ্য করবে ,

তোমাদের বোধ হয় জানা নেই নারীর অসীম ক্ষমতার কথা ,

তুমি ভালোবেসে আমাকে তোমার জীবনের সঙ্গী করেছিলে ...

কিন্তু তোমার চাহিদা তো এক নারীতে পুরণ হবার নয় ...

যখন জানতে পারলাম আমি ছাড়াও অন্য একজন নারী আছে তখন আমি বিশ্বাস করতে পারিনি ,

এই তুমি কি সেই তুমি !

যে বলেছিল সারাজীবন আমার হাত ধরে রেখে দেবে,

কিন্তু তুমি যখন আমাকে আড়াল করে আমার প্রাপ্য ভালোবাসার ভাগ অন্য এক নারীকে দিলে সে কষ্ট সহ্য করতে পারলাম না ,

তাই তোমাকে মুক্তি দিলাম আমার বন্ধন থেকে ...

কিন্তু তোমাকে মন থেকে মুক্ত করতে পারলাম কই ?

আমাদের সুখের দিনের সুখের পরশ এখনো মনে প্রাণে শিহরণ জাগায়...

যদিও তোমার ঔরসজাত সন্তানের দায় এড়াতে না পেরে মাঝে মাঝে আসো ,

আমি বাইরে থেকে খুব বিরক্তি অনুভব করলেও মনে মনে তোমার সান্নিধ্য লাভের আশায় থাকি ...

যতোই হোক তুমি যে আমার প্রাক্তন ,

শব্দখানি যতোই বজ্রকঠিন শুনতে মনে হলেও আমার প্রথম পুরুষ যে তুমি !