Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র আয়োজিত দু-দিনের ক্যুইজ কর্মশালা শেষ হলো

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আয়োজিত দু-দিনের কুইজ কর্মশালা শেষ হলো রবিবার। দ্বিতীয় দিনের এই ক্যুইজ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলে…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আয়োজিত দু-দিনের কুইজ কর্মশালা শেষ হলো রবিবার। দ্বিতীয় দিনের এই ক্যুইজ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, ভারত সরকারের কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রণালয়ের ডিরেক্টর,প্রাক্তন আই পি এস জয়ন্ত চক্রবর্তী, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পয়ড়া প্রমুখ।

      দু-দিনের এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কিভাবে একজন ভালো ক্যুইজার হওয়া যায়। কর্মশালায় অডিও ভিজুয়াল মাধ্যমে শিক্ষার্থীদের ক্যুইজের খুঁটিনাটি বুঝিয়ে দেন প্রশিক্ষকরা। প্রশিক্ষক হিসেবে পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে উপস্থিত ছিলেন ক্যুইজ মাস্টার শিক্ষক কৃষ্ণপ্রসাদ ঘড়া, মেদিনীপুর থেকে উপস্থিত ছিলেন ক্যুইজ মাস্টার শিক্ষক অরিন্দম দাস, ক্যুইজ মাস্টার শিক্ষক শান্তনু ঘোষ,ঝাড়গ্রামের ক্যুইজ মাস্টার বিশ্বজিৎ কর্মকার, কাঁথি থেকে উপস্থিত ছিলেন ক্যুইজ মাস্টার শিক্ষক সোমনাথ ঘোড়াই প্রমুখ।দুদিনের এই কর্মশালার উদ্বোধনী পর্বগুলি সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী ও সুদীপ কুমার খাঁড়া। কর্মশালা আহ্বায়ক অরিন্দম দাস বলেন, ক্যুইজ কেন্দ্রের উদ্যোগে অনেক বড়ো মাপের ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন হলেও সব বয়েসের শিক্ষার্থীদের নিয়ে এই ধরণের কর্মশালা এই প্রথমবার তাঁরা আয়োজন করলেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের মধ্যে ক্যুইজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা। ছেলে মেয়েরা যাতে মোবাইল গেম,সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্ত না হয়ে পড়ে, সেজন্যই এমন কর্মশালার আয়োজন।দুদিনের এই কর্মশালায় ৭০ জন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকরা ক্যুইজ কেন্দ্রের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অভিভাবক সুব্রত মহাপাত্র,পিয়ালী পন্ডা, সুকান্তা চ্যাটার্জী,অভিষেক জানা সহ অন্যান্যরা ক্যুইজ কেন্দ্রের এই উদ্যোগের প্রশংসা করেছেন।উল্লেখ্য গত ২২ শে মে রবিবার কর্মশালায় প্রথম দিনে কর্মশালার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.অরুণাভ প্রহরাজ।কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলের হাতে ক্যুইজ কেন্দ্রের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।       কর্মশালা এই দুই দিনে ক্যুইজ কেন্দ্রের পক্ষে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন সূভাষ জানা, সুতপা বসু, স্নেহাশিস চৌধুরী,সৌনক সাউ,সূর্যশিখা ঘোষ, শবরী বসু চৌধুরী,অপূর্ব কুমার জানা,অন্তরা বসু জানা,ভাস্করব্রত পতি,নরসিংহ দাস,স্বর্ণলতা বেরা, শুভ্রাংশু শেখর সামন্ত,পায়েল পাল,শুভরাজ আলি খান,প্রশান্ত কলা,ভার্গব মান্না,চঞ্চল হাজরা,প্রসূন পড়িয়া, মনোরঞ্জন মান্না, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান কর্মশালার আহ্বায়ক অরিন্দম দাস। কুইজ কেন্দ্রের পক্ষে সুদীপ কুমার খাঁড়া বলেন কর্মশালার সাফল্যে তাঁরা উৎসাহিত,তাঁরা আগামীদিনে আরও এই ধরণের কর্মশালা আয়োজনের চেষ্টা করবেন।