Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় অভিষেকের সভাকে ঘিরে তৎপরতা তুঙ্গে

হলদিয়াঃ বাংলায় শ্রমিক অসন্তোষ দূর করতে আই এন টি টি ইউ সির আয়োজনে আগামীকাল শিল্প শহর হলদিয়ার রানীচকে সংহতি ময়দানে " শ্রমিক সমাবেশ" এর ডাক দেওয়া হয়েছে। সেই সভার মূল বক্তা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ …

 


হলদিয়াঃ বাংলায় শ্রমিক অসন্তোষ দূর করতে আই এন টি টি ইউ সির আয়োজনে আগামীকাল শিল্প শহর হলদিয়ার রানীচকে সংহতি ময়দানে " শ্রমিক সমাবেশ" এর ডাক দেওয়া হয়েছে। সেই সভার মূল বক্তা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন জেলার দুই মন্ত্রী সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, মৎস্যমন্ত্রী অখিল গিরি, আই এন টি টি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য ও জেলার বিভিন্ন নেতৃত্বরা। মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শ্রমিক সমাবেশ হচ্ছে হলদিয়ায়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকে শিল্প শহর হলদিয়া প্রায়শই শ্রমিক অসন্তোষের ছবি উঠে আসছিলো। সেই শ্রমিক অসন্তোষ দূর করতে এবং পূর্ব মেদিনীপুর জেলার দুটি পুরসভা হলদিয়া ও পাঁশকুড়ায় পুর নির্বাচন রয়েছে পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন রয়েছে। দুটি নির্বাচনের আগে এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্বের কাছে। জেলার বেশিসংখ্যক নেতা কর্মীরা যাতে সমাবেশে উপস্থিত হয় তার জন্য কয়েকদিন ধরে জেলার শিল্পাঞ্চলের পাশাপাশি ব্লকে ব্লকে সভা মিছিল করা হয় তৃণমূলের পক্ষ থেকে। লক্ষাধিক মানুষের উপস্থিত করার লক্ষ্যে তৃণমূল নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছে। সভাস্থলের প্রস্তুতি ঘিরে তৎপরতা তুঙ্গে। সমাবেশের আগে শুক্রবার হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম এই প্রথম আই এন টি টি ইউ সির উদ্যোগে "শ্রমিক সম্মেলন" করা। এই প্রথম এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হলো হলদিয়ায়। শুক্রবার সারাদিন ধরে চলে সম্মেলন। জেলার শ্রমিকরা সম্মেলনে যোগদান করেন। শ্রমিক সমাবেশের আগে শ্রমিক সম্মেলন যা হলদিয়ার শ্রমিকদের উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে।।