Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের পূর্ত দপ্তর দেউলিয়া খন্যাডিহি রাস্তা সংস্কারের ওয়ার্ক অর্ডার দিল।

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হল দেউলিয়া খন্যাডিহি পিচ রাস্তা। ৬ কিলোমিটার দীর্ঘ পূর্ত দপ্তরের এই রাস্তাটি বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় থাকার পর অবশেষ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হল দেউলিয়া খন্যাডিহি পিচ রাস্তা। ৬ কিলোমিটার দীর্ঘ পূর্ত দপ্তরের এই রাস্তাটি বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় থাকার পর অবশেষে রাজ্যের পূর্ত দপ্তর রাস্তার ওয়ার্ক অর্ডার দিল। রাস্তাটি একদিকে ছ নম্বর জাতীয় সড়ক দেউলিয়া , অন্যদিকে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহ বাস স্টপেজের সাথে সংযোগ রক্ষা করেছে। একসময় সরকারি বাস চলত ।রাস্তা বেহাল অবস্থার জন্য বন্ধ হয়ে যায়। বর্তমানে খন্যাডিহি শ্রীরামপুর বেসরকারি বাস চলে। বাস চলাচল করলেও যাত্রীরা নাজেহাল বর্তমান খানাখন্দের চেহারার জন্য। জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তাটি পূর্ণাঙ্গরূপে ফিটিং করার বিষয়ে রাজ্য পূর্ত দফতরে একটি স্কিম পাঠায়, কোনো এক অজ্ঞাত কারণে তা এতদিন হচ্ছিল না। সামনেই বর্ষা এমত অবস্থায় অতিদ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরুর দাবিতে পূর্ত দপ্তরের বিভাগীয় আধিকারিক সহ মন্ত্রী মলয় ঘটকে স্মারকলিপি দেয় দেউলিয়া খন্যাডিহি রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটি। কমিটির অন্যতম নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়েক বলেন দীর্ঘ টালবাহানার পর এ মাসের শুরুতে প্রায় চার কোটি টাকা ব্যয় রাস্তাটি পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দপ্তর ঠিকাদারকে অর্ডার দিয়েছে। অতি দ্রুত সিডিউল অনুযায়ী কাজ শুরু হবে। বর্ষার পূর্বেই রাস্তাটি যাতায়াতের উপযোগী করা যায় তার দাবি জানান।