Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খাদ্য সুরক্ষা দিবসে খাওয়ার গুনগত মান খতিয়ে দেখলেন দিঘায় প্রশাশনিক আধিকারিকরা

দিঘাঃ  দিঘায় খাদ্য সুরক্ষা দিবস পালন, দিঘার সৈকতে খাওয়ার দোকানে খাওয়ারের গুনগত মান খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার খাদ্য সুরক্ষা দিবস পালন করলো রামনগর ১ ব্লক প্রশাসন।  দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে …


দিঘাঃ  দিঘায় খাদ্য সুরক্ষা দিবস পালন, দিঘার সৈকতে খাওয়ার দোকানে খাওয়ারের গুনগত মান খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার খাদ্য সুরক্ষা দিবস পালন করলো রামনগর ১ ব্লক প্রশাসন।  দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে দিঘা  সৈকত শহর পরিক্রমা করে সচেতনতা মিছিল। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিষ্ট দুই থানার কর্মীরা।ওল্ড দিঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দিঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে গিয়ে খাদ্যের গুণগতমান পরীক্ষা করেন।খাদ্য সুরক্ষা আধিকারিক রণিতা সরকার বলেন, 'মূলত স্ট্রিটফুটের গুণগত মান পরীক্ষা করা হল। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে প্রত্যেককে। দিঘার পর মন্দারমণিতে এ ধরণের কর্মসূচি পালন করা হবে।'

দিঘায় খাওয়ারের গুনগতমান, ও সামুদ্রিক মাছ,, কাঁকড়া ভাজা খেয়ে অসুস্থ ও মৃত্যুর ঘটনা ঘটে। দিঘার সমুদ্রের খাওয়ার নিয়ে একাধিক অভিযোগ ওঠে।সেই অভিযোগ খতিয়ে দেখা হলো এদিন।