Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম ঃ এলোকেশীকলম        ঃ উৎপল মুখার্জি তাং             ঃ ১৬/০৬/২২... ‌
এলোকেশী তোর চুলের খোঁপায় ওটা কি রে?মঞ্জুরীর কুঁড়ি নিয়ে খেলিস ঐ ছোট্ট কুঁড়ে ই।কৃষ্ণ -সাজে সাদা ফুলের বেল,রাধা তোর চির দুঃখিনী এটাই স…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম ঃ এলোকেশী

কলম        ঃ উৎপল মুখার্জি 

তাং             ঃ ১৬/০৬/২২... ‌


এলোকেশী তোর চুলের খোঁপায় ওটা কি রে?

মঞ্জুরীর কুঁড়ি নিয়ে খেলিস ঐ ছোট্ট কুঁড়ে ই।

কৃষ্ণ -সাজে সাদা ফুলের বেল,

রাধা তোর চির দুঃখিনী এটাই সমাজের খেল।


চারিদিকে হাহাকার রবে মানুষ তটে,

মাঝ দরিয়ায় তরী খানি ডুবু ডুবু বটে।

ন্যায়ের দেবের কৃষ্ণ পটে রাধা অসহায়

পরের স্ত্রী প্রেমে মজে পালিয়ে হায় !হায়!


সত্যের ভ্রমে উল্টে গেছে কৃষ্ণ পুরাণ,

তাই তো কলির চিত্র পটে পুরুষ নেমক হারাম।

ছিল না তাঁর প্রেম- প্রেমিকার আবেগ,

ইপ্সিত কামনার ভোগ্য লেখা আছে রাধার সবেগ ।


ন্যায়ের  প্রতীক সেজে ওহে !পর-স্ত্রী লোভী!

বৃন্দাবন কিসের লীলা আধা যৌবন ত্যাগী?

শিখিয়ে দিলে উত্তেজনা আছে যেমন পুরুষের

তেমনি অনুভূতির চাপে স্ত্রী জাতি অন্যদিকের। 


এলোকেশী তুই মানবী না ভুলের মাশুল ধরায়

তোর নায়ের  গোপন বৈঠকে  পুরুষ ধরাশায়।