Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফুলকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে রাজ্যের হটিকালচার দপ্তরের মন্ত্রী কে স্মারকলিপি দেওয়া হলো

বাবলু বন্দোপাধ্যায়, কোলাঘাটফুলকে কৃষি পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি , ফুল চাষী ও ফুল ব্যবসায়ীদের দুরবস্থা এবং কলকাতার মল্লিকঘাট ফুল বাজারসহ জেলার ফুল বাজারের বেহাল অবস্থা নিরসনের দাবিতে সারাবাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী স…

 


বাবলু বন্দোপাধ্যায়, কোলাঘাট

ফুলকে কৃষি পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি , ফুল চাষী ও ফুল ব্যবসায়ীদের দুরবস্থা এবং কলকাতার মল্লিকঘাট ফুল বাজারসহ জেলার ফুল বাজারের বেহাল অবস্থা নিরসনের দাবিতে সারাবাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হটিকালচার দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা কে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হলো বুধবার। প্রতিনিধি দলে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক, সদস্য ভোলানাথ সাহু দিলীপ প্রামানিক প্রমূখ নেতৃত্ব। নারায়ন বাবু জানান রাজ্যের কয়েক লক্ষ ফুলচাষী ও ফুল ব্যবসায়ী পরিবার ফুল চাষ ও বিপণনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল হলেও আজ ও ফুল কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি না পাওয়ায় চাষিরা নানা সমস্যায় জর্জরিত ।রাজ্যে সর্ববৃহৎ কলকাতার মল্লিক ঘাট ফুল বাজার সংশ্লিষ্ট জেলা গুলিতে বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বাজার বসে ।রাজ্যের সরকারি পরিচালনায় ফুলের সংরক্ষণাগার নেই। পরিবহনের সমস্যা রয়েছে। সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে শামিল হবে বলে তিনি জানান। মন্ত্রী মহোদয় বিষয়গুলি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রতিনিধিদলটি দপ্তরের ডিরেক্টর জয়ন্ত কুমার আইকতের সাথে প্রতিনিধিদল দেখা করে দাবিগুলি নিয়ে আলোচনা করেন।