Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল ও গাঁজা সহ ভারতীয় পাচারকারীকে ধরেছে

ডিজিটাল; ২৫ জুলাই: ২৪ শে জুলাই বর্ডার পোস্ট বিথারি, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা ভারতীয় দিক থেকে ২-৩ জন চোরাকারবারীকে পোটলা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হতে দেখে। জোয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে তা…



ডিজিটাল; ২৫ জুলাই: ২৪ শে জুলাই বর্ডার পোস্ট বিথারি, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা ভারতীয় দিক থেকে ২-৩ জন চোরাকারবারীকে পোটলা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হতে দেখে। জোয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে তাদের থামানোর নির্দেশ দেয়। কিন্ত তারা পালানোর চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা এক চোরাকারবারীকে আটক করে, কিন্তু বাকি চোরাকারবারীরা পালিয়ে যায়।  

পাচারকারীর কাছ থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত ফেনসিডিলের ভারতীয় বাজারে দাম ৮২,১৪৪/- টাকা।

  বাজেয়াপ্ত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএসএফের গোয়েন্দা বিভাগ এই বাজেয়াপ্ত সামগ্রীর নির্দিষ্ট তথ্য জোগাড় করার চেষ্টা করছে, শিগগিরই চোরাচালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে।