সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম-আমি মা কলমে-অন্নপূর্ণা দাস। তারিখ-২৩-০৭-২০২২ সন্তান গর্ভে ধারণ করে জন্ম দিই,আমি একজন মা জানিনা সে ছেলে না মেয়ে অথবা তৃতীয় লিঙ্গ, সমাজে ছেলে এবং মেয়ের মা বলার চল আছ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম-আমি মা
কলমে-অন্নপূর্ণা দাস।
তারিখ-২৩-০৭-২০২২
সন্তান গর্ভে ধারণ করে জন্ম দিই,আমি একজন মা জানিনা সে ছেলে না মেয়ে অথবা তৃতীয় লিঙ্গ, সমাজে ছেলে এবং মেয়ের মা বলার চল আছে কিন্তু তৃতীয় লিঙ্গের মা বলার কেন চল নেই, প্রশ্ন আসে মনে? একজন মায়ের কাছে তার সব সন্তানই সমান, তাহলে সম্পর্কের রঙের এতো ভেদাভেদ কেন? আমার তৃতীয় লীঙ্গের সন্তানকে সমাজ থেকে কেন লুকিয়ে রাখতে হয়,কেন তাকে সবাই অশুভ বলে, কেন তাকে শিক্ষা, সুন্দর পরিবেশ দিয়ে তার পরিবারের সাথে বড়ো হওয়া অধিকার নেই? সেও তো মানুষ, তাহলে কেন এই পার্থক্য? আমরা মানুষ তিন রকমের, তাহলে কিসের এতো লজ্জা? কবে এই প্রথার পরিবর্তন হবে, সৃষ্টিকর্তা করুনাময় ইশ্বরের কাছে জানতে চায় একজন মা.....