Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা লেখনীশিরোনাম: পোষা পাখিকলমে:রঞ্জিত কুমার রায়তারিখ:২৩.০৭.২০২২
পোষা পাখি যদি ও পোষ মানে সে তবে খাঁচায় থেকেই খুশি থাকে।
পোষা পাখি পোষ মেনে মনিবের কথা মতো থাকবে খাচার মাঝে।
পোষা পাখির ভুবন হবে সেই খাঁচা, যেমনি খুশি রবে। 
কখনো…

 


দৈনিক সেরা লেখনী

শিরোনাম: পোষা পাখি

কলমে:রঞ্জিত কুমার রায়

তারিখ:২৩.০৭.২০২২


পোষা পাখি যদি ও পোষ মানে সে তবে খাঁচায় থেকেই খুশি থাকে।


পোষা পাখি পোষ মেনে মনিবের কথা মতো থাকবে খাচার মাঝে।


পোষা পাখির ভুবন হবে সেই খাঁচা, যেমনি খুশি রবে। 


কখনো খাঁচায় আবার কখনো ঘুরবে ঘরের মাঝেই নিজের মতো করে।


পোষা পাখির যখন মন চলে যায়, খাঁচা থেকে ঘরের বাইরে সে চলে যায় নিজের মতো করে।


পোষা পাখি হলে ও বোঝা যায় না সব সময় তার মন, সে কখন কোথায় যাবে কি করবে। 


তার মনে যখনই আসবে বনে যাওয়ার কথা আর ভাবনা,তার তো আছে অন্য জগৎ।


পোষা পাখি যতই পাবে ভালোবাসা পেয়ে ও হবে না সে সুখী, সে যে বনের পাখি বনেই ভালো থাকে।


পোষা পাখি জোর করে যায় না পোষা ঘরে, যখনই তার মনে পড়বে পূরানো সেই দিনের কথা। 


মনে আসবে যেমন বলবে তেমন, করবে ও সে তারই মতন।


পোষা পাখি খাঁচার দরজা যদি পায় ফাঁকা হুট করে সে উড়ে যাবে কেউ পাবে না দেখা।


পোষা পাখি পুষতে পুষতে মালিকের হয় মায়া। যখন সে পালিয়ে যায় শূন্য খাচা রেখে মালিক শুধু হায় হায় করে শূন্যেতে চোখ রেখে।


পোষা পাখি যদিও যায় উড়ে মালিক তার ভালো চায় যখন যেখানে যেমন থাকে।


@স্বত্ব সংরক্ষিত