Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন"ক্ষমা"     শিব প্রসাদ হালদার    তারিখ-২২/৭/২০২২
ওরা মিটিয়েছে ওদের পরিকল্পিত ক্ষোভক্ষতি আমার যা হবার- হয়েই গেছে!পেয়েছি কষ্ট অনেক, তবুও সহে নিয়েছি।ধীরে ধীরে আমি ভুলেছি-কিন্তু বেড়েছে ওদের যন্ত্রণা।যা স…

 


সৃষ্টি সাহিত্য যাপন

"ক্ষমা" 

    শিব প্রসাদ হালদার

    তারিখ-২২/৭/২০২২


ওরা মিটিয়েছে ওদের পরিকল্পিত ক্ষোভ

ক্ষতি আমার যা হবার- হয়েই গেছে!

পেয়েছি কষ্ট অনেক, তবুও সহে নিয়েছি।

ধীরে ধীরে আমি ভুলেছি-

কিন্তু বেড়েছে ওদের যন্ত্রণা।

যা সত্য তা চিরকালই সত্য

আর সেই সত্যের উন্মোচনে ওরা আজ শঙ্কিত! 

সেদিন ওরা সেজেছিল বড্ড দায়িত্বশীল বিচারক

কিন্তু আমার দৃষ্টিতে ওরা ছিল -নিন্দিত আহম্মক।

শুধু সময়ের বিবর্তনে ওরা আজ মুখ লুকিয়ে নীরব,

কিন্তু আমার মাথা রয়েছে উঁচু

তাইতো আজও আছি রীতিমতো সরব---

আজ শুধরাবার সুযোগ পেয়ে ওরা হয়ে উঠুক মানবিক

একবার অনুতাপে হোক জাগ্রত ওদর বিবেক,

এই প্রত্যাশায় ওদের করে দিয়েছি;

আমার বুকে ছিল যত ক্ষোভ জমা

এবারকার মতো তার সবটাই ক্ষমা!