Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রাহক স্বার্থবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ আজ সংসদে পেশ করার প্রতিবাদে তমলুকে অ্যাবেকার বিক্ষোভ

গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল ২০২২ আজ সংসদে পেশ হতে চলেছে। তার প্রতিবাদে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের আহবানে আজ সারা ভারত কালা দিবসে তমলুকে প্রতিবাদ সামিল হলেন অ্যাবেকার সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে কালা ব…



গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল ২০২২ আজ সংসদে পেশ হতে চলেছে। তার প্রতিবাদে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের আহবানে আজ সারা ভারত কালা দিবসে তমলুকে প্রতিবাদ সামিল হলেন অ্যাবেকার সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে কালা বিলের প্রতিলিপি পড়ানো হয়। অগ্নিসংযোগ করেন বর্ষিয়ান বিদ্যুৎ গ্রাহক চণ্ডীচরণ জানা বক্তব্য রাখেন রাজ্য সহ-সভাপতি এবং জেলা সম্পাদক প্রদীপ দাস,  রাজ্য কমিটির সদস্য মহসিন খান প্রমূখ। 


প্রদীপবাবু বলেন কৃষক আন্দোলনে কেন্দ্রীয় সরকার কথা দিয়েছিলেন বিদ্যুৎ বিল সংশোধনী নিয়ে পরামর্শ করে তারপর সংসদে পেশ করা হবে। কিন্তু তারা কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে আজ অন্যায় ভাবে পাশ করাতে চলেছে। তার প্রতিবাদে আজ দেশজুড়ে কালা দিবস পালিত হচ্ছে। কৃষক আন্দোলনের মতোই এই অন্যায় নীতিতে গ্রাহকরা রুখে দেবেন এই আশা তিনি ব্যক্ত করেন।