Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন "হরিনাম অমৃত সমান"°°°°°°°°°°°°°°°°°°°°°°°কুসুম কলিতা২৩.০৮.২০২২
হরিনাম অমৃত সমান,মুখ ভরে নিও হরিনাম।নাম পরম গতি মুক্তির উপায়,জানিয়ে সবাই মিলে নাম গুণ গায়।রোগ শোক  দুঃখ কষ্টের উপশম ঘটবে,অনায়াসে মোক্ষম ল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

 "হরিনাম অমৃত সমান"

°°°°°°°°°°°°°°°°°°°°°°°

কুসুম কলিতা

২৩.০৮.২০২২


হরিনাম অমৃত সমান,

মুখ ভরে নিও হরিনাম।

নাম পরম গতি মুক্তির উপায়,

জানিয়ে সবাই মিলে নাম গুণ গায়।

রোগ শোক  দুঃখ কষ্টের উপশম ঘটবে,

অনায়াসে মোক্ষম লাভ অবশ্যই হবে।

মরুভূমির মাঝে মরুদ্যান খুঁজে পাবে,

ব্যথিত জীবনে খুশির ঝরে ভরবে।

হরিনামের নৌকা খানি বয়ে যায় ধীরে,

ভাটিয়ালি গান ভেসে আসে মধুর সুরে।

নদীর ঘাটে মাধন  কাকুর নৌকা ভাসে,

হৃদয়ে আনন্দ শান্তি ভরে সুখের আবেশে।

নাম নিতে শ্রান্তি ক্লান্তি দূর হয়ে যায়,

মন থেকে ব্যথা বেদনা সব বিনষ্ট হয়।

চলার  পথটাও সোজা করে, 

বেচেঁ থাকার আশাটুকু ভরে।