Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বকর্মা পুজোয় বিক্রি-বাট্টা কম শিল্পশহর হলদিয়ায়, চিন্তায় ব্যবসায়ীরা

হলদিয়াঃ রাত পোহালেই কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো। প্রতিবছর বিশ্বকর্মা পুজোয় পুজোর উপকরণ বিক্রি হতো ভালোমতোই। কিন্তু এবছর সেই ভাবে জিনিসপত্র বিক্রি না হওয়ায় চিন্তায় পড়েছেন স্থানীয় থেকে ভিন জেলার ব্যবসায়ীরা।
বিশ্বকর্মা পুজোর কয়েক…



হলদিয়াঃ রাত পোহালেই কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো। প্রতিবছর বিশ্বকর্মা পুজোয় পুজোর উপকরণ বিক্রি হতো ভালোমতোই। কিন্তু এবছর সেই ভাবে জিনিসপত্র বিক্রি না হওয়ায় চিন্তায় পড়েছেন স্থানীয় থেকে ভিন জেলার ব্যবসায়ীরা।


বিশ্বকর্মা পুজোর কয়েকদিন আগে থেকে জেলা, ভিন জেলার বহু ব্যবসায়ীরা ব্যবসার জন্য তাদের পসরা নিয়ে হাজির হয়। গত দুবছর করোনার কারনে সেইভাবে ব্যবসা হয়নি। এবছর ব্যবসা ভালো হবে এমনটাই আশা করছিলো।কিন্তু বিক্রি বাট্টা সেই ভাবে না হওয়ায় চিন্তায় পড়েছে ব্যবসায়ীরা।

শিল্প শহর হলদিয়ায় ছোট বড় মিলে কয়েকশ পুজো হয়। এবারে পুজোর সংখ্যা কমার পাশাপাশি কমেছে পুজোর জৌলুশ। নিয়ম রক্ষায় পুজো হচ্ছে বলে স্থানীয়রা যানাচ্ছেন।

হলদিয়ার সুপার মার্কেটে মন্ডপ সজ্জা থেকে শুরু করে পুজোর সমস্ত রকম উপকরণ নিয়ে বসেছে ব্যবসায়ীরা। গত দুবছর করোনার জন্য ছন্দ হারিয়েছে হলদিয়ার বিশ্বকর্মা পুজোর, আবার কেউ কেউ মনে করছেন রাজনৈতিক কারনে হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উন্মাদনা ও জৌলুশ কমছে।