Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যক্তিগত আক্রমণ রাজনীতিতে কাম্য নয়, সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতায় কমিউনিস্ট বক্তাদের মত তমলুকে

বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাটরাজনীতির সেকাল-একাল পেক্ষাপটে বর্তমান ভাষাতত্ত্বের প্রয়োগ নিয়ে সোচ্চার হলেন কমিউনিস্ট নেতৃত্বরা। শুক্রবার প্রবাদপ্রতিম স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা সুকুমার সেনগুপ্ত ৩০ …



বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট

রাজনীতির সেকাল-একাল পেক্ষাপটে বর্তমান ভাষাতত্ত্বের প্রয়োগ নিয়ে সোচ্চার হলেন কমিউনিস্ট নেতৃত্বরা। শুক্রবার প্রবাদপ্রতিম স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা সুকুমার সেনগুপ্ত ৩০ তম প্রয়াণ দিবস উপলক্ষে তমলুকের নিমতৌড়ি পার্টি অফিসে সুকুমার সেন গুপ্তের আদর্শ নিষ্ঠ এবং ভাবাদর্শ ভাবাবেগকে সামনে রেখে বক্তব্য দিতে এসেছিলেন কমিউনিস্ট নেতৃত্বরা। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য্য, তরুণ রায়, তাপস সিনহা, নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, অমৃত মাইতি প্রমূখ। কমিউনিস্ট নেতাদের বক্তব্য প্রকাশ ভাষাতত্ত্বের প্রয়োগ সেকালেও ছিল একালেও আছে কিন্তু মার্জিত দরকার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের অনেক কিছু জানার আছে শিখবার আছে কিন্তু যেভাবে চলছে তা সঠিক পন্থা নয়। রাজনীতির অঙ্গনে দাঁড়িয়ে একজন নেতার কাছে অনেক কিছু শেখার আছে সেই শেখাটা যদি অনর্থক জায়গায় পৌঁছে যায় তাহলে রাজনৈতিক বিষয়টাই গোলমাল হয়ে যাবে। বক্তারা স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট আন্দোলনের নেতা সুকুমার সেন গুপ্তের স্মারক বক্তৃতা দিতে গিয়ে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে কর্মীদের লড়াই সংগ্রামের মধ্যে ব্রতী থাকার আহ্বান জানান।