২২ সেপ্টেম্বর: ২১শে সেপ্টেম্বর ১০৭ তম বর্ডার সিকিউরিটি ফোর্স সীমা চৌকি মুস্তাফাপুরের জওয়ানরা গুপ্ত সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান শুরু করে, যেখানে জওয়ানরা সীমান্তে ২৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। বিএসএফ জওয়ানদের আসতে দেখ…
২২ সেপ্টেম্বর: ২১শে সেপ্টেম্বর ১০৭ তম বর্ডার সিকিউরিটি ফোর্স সীমা চৌকি মুস্তাফাপুরের জওয়ানরা গুপ্ত সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান শুরু করে, যেখানে জওয়ানরা সীমান্তে ২৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। বিএসএফ জওয়ানদের আসতে দেখে পাচারকারীরা গাঁজা সেখানেই ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত গাঁজা বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
১০৭ তম বর্ডার সিকিউরিটি ফোর্সর কমান্ডিং অফিসার বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছেন। ওই কর্মকর্তা আরও কঠোর ভাষায় বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।