Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভীমপুর গার্লস হাইস্কুলের উদ্যোগে বাল্য বিবাহ রোধ সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শালবনী ব্লকের ভীমপুর এ বি এস সাঁওতাল গার্লস হাইস্কুলের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদ…



 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শালবনী ব্লকের ভীমপুর এ বি এস সাঁওতাল গার্লস হাইস্কুলের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়।


 এদিনের সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখিকা ও বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত সমাজকর্মী রোশেনারা খান, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রশাসক শতদল শেঠ, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুষমা খাটুয়া প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্রীরা বাল্য বিবাহ সচেতনতা বিষয়ক নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি উপস্থাপিত করে। বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকার এদিনের সভায় যোগ দেন।সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুচারু পরিচালনা করে বিদ্যালয়ের শিক্ষিকা সুতপা ঘোষ, মালা চক্রবর্তী,ঝুলন বর্মণ প্রমুখ।