Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না ধরে ভাইপো হল আমাদের কাছে লক্ষী, শুভেন্দু অধিকারীর মন্তব্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে

শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ফের শুভেন্দু লক্ষ্মণ শেঠের সঙ্গে তুলনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন…

 



শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ফের শুভেন্দু লক্ষ্মণ শেঠের সঙ্গে তুলনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাজ্যের বিরোধী দলনেতা ফের বলেন, ''লক্ষ্মণ শেঠ যেমন বিরোধীদের কাছে লক্ষ্মী ছিলেন, তেমনই অভিষেক হল আমাদের কাছে লক্ষ্মী!''এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে সিলেবাসে অন্তর্ভূক্ত পার্থ চট্টোপাধ্যায়দের নাম লেখা পৃষ্ঠাগুলো ছেড়ে পড়ার কথা পড়ুয়াদের বললেন শুভেন্দু। বললেন এসএসসি কাণ্ডে প্রতিবাদী ববিতা দাসের মতো হতে।


শিক্ষক দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের ববিতা দাসের মতো হতে বললেন শুভেন্দু। কাঁথিতে বিজেপির আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বলেন, ''ববিতা দাসের মত তোমাদের সাহসী হতে হবে। ববিতার সঙ্গে পরিচয় নেই। কোন দল করে জানি না। তবে শিক্ষা ব্যবস্থায় যে ঘুন ধরেছিল, দুর্নীতির পঙ্কিলে শিক্ষা ব্যবস্থা ঢুকে গিয়েছিল, তা যদি উদ্ধার করার জন্য কেউ লড়াই করে, তা মাতঙ্গিনী হাজরার আশীর্বাদপুষ্ট ববিতা দাস আমাদের গর্ব।''



এদিন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে শাসক দল এবং রাজ্যের সরকার কড়া সমালোচনাও করেন তিনি।


এছাড়াও শিক্ষক দিবসের দিন শুভেন্দু রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ''এটা অত্যন্ত লজ্জার। শিক্ষকদের প্রতি ভয় শ্রদ্ধা যেটা ছিল, এই সরকার সেই কালচার শেষ করে দিচ্ছে। চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিলেবাসে আছে। সেই সিলেবাস পড়তে হচ্ছে, তা নিয়ে কটাক্ষও করেন তিনি।''