Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিনে দুপুরে মোবাইল চুরি, দুই চোরকে ধরে ব্যাপক পেটালো এলাকাবাসী, ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ

তমলুক থানার পদুমবসান এলাকায় একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল, সেই বাড়ির দোতালয় রাজমিস্ত্রিরা যখন কাজ করেছিল সেই সময় দুজন চোর মোবাইল চুরি করে নিয়ে পালায়, পরে দুই চোরকে পাকড়াও করে রাজমিস্ত্রিরা, সে সময় এলাকাবাসীরা স্থানীয় দুই চ…



তমলুক থানার পদুমবসান এলাকায় একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল, সেই বাড়ির দোতালয় রাজমিস্ত্রিরা যখন কাজ করেছিল সেই সময় দুজন চোর মোবাইল চুরি করে নিয়ে পালায়, পরে দুই চোরকে পাকড়াও করে রাজমিস্ত্রিরা, সে সময় এলাকাবাসীরা স্থানীয় দুই চোরকে বেধড়ক পিটিয়ে ঘরের মধ্যে আটকে রাখে।

 খবর করে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর গৌতম পাল আসে, পরে তমলুক থানায় খবর দিলে তমলুক থানার পুলিশ ওই দুই চোরকে ধরে নিয়ে যায়, ওই দুই চোর এর আগেও একাধিকবার চুরি ডাকাতির সঙ্গে যুক্ত ।

চুরি হয়ে যাওয়া মোবাইলটি এখন উদ্ধার করা যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে।