তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা
রাজনৈতিক চাপান উতোর ইতিমধ্যেই শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ঋন নেওয়া কে কেন্দ্র করে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন কে অনুরোধ করেন এই রাজ্য কে …
তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা
রাজনৈতিক চাপান উতোর ইতিমধ্যেই শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ঋন নেওয়া কে কেন্দ্র করে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন কে অনুরোধ করেন এই রাজ্য কে আর ঋন না দিতে।কারন এই সরকার এই টাকা নিয়ে অন্য খাতে খরচ করছে।রাজ্যে এখন তাদের বিভিন্ন ভাণ্ডার চালাতে গিয়ে একেবারে ভাঁড়ারে মা ভবানী হয়ে পড়েছে।
অবশ্য তৃণমূল ও চুপ করে নেই।শান্তনু সেন বলেন,শুভেন্দু অধিকারী বাঙালি বিদ্ধেষী,তাই এই সব বলছে।লোডশেডিং করে ভোটে জিতে তার এই বক্তব্য বাংলার মানুষ জবাব দেবেন অবিলম্বেই।
যত পঞ্চায়েত নির্বচন এগিয়ে আসছে বাংলার, ততই বেড়ে চলছে চাপান উতোর।
মুখ্যমন্ত্রী কে ভোটে হারিয়েছিল শুভেন্দু নন্দীগ্রামের বিধান সভা ভোটে।সেখানে প্রশাসন সব থেকে বেশি সজাগ ছিল।বিজেপির পক্ষ থেকে বলা হয় শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় আজও তৃণমূল ভুলতে পারেনি।তাই বিভিন্ন নেতা এই সব বাজে বকছে।