Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে নদীতে ভাসমান কয়েক লক্ষ টাকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে

দেবাঞ্জন দাস; ৯ অক্টোবর: ৮ অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্তের ৭০ ব্যাটালিয়নের সীমা চৌকি লোধিয়ার জওয়ানরা পাগলা নদীতে ভাসমান ৩১৭ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
 বিএসএফ গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত সঠিক তথ্যের ভিত্তিতে সীমা চৌকি লোধি…



দেবাঞ্জন দাস; ৯ অক্টোবর: ৮ অক্টোবর দক্ষিণবঙ্গ সীমান্তের ৭০ ব্যাটালিয়নের সীমা চৌকি লোধিয়ার জওয়ানরা পাগলা নদীতে ভাসমান ৩১৭ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।


 বিএসএফ গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত সঠিক তথ্যের ভিত্তিতে সীমা চৌকি লোধিয়ার জওয়ানরা লক্ষ্য করেন যে পাগলা নদীতে কলা গাছে বাঁধা কিছু প্লাস্টিকের কন্টেনার নদীর স্রোতে ভেসে বাংলাদেশের দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ সজাগ জওয়ানরা নদী থেকে ওই কন্টেনার গুলো উপরে তুলে সেগুলো খুললে তা থেকে বিভিন্ন কোম্পানির ৩১৭ টি মোবাইল ফোন উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ৩৮,৮৩,০০০/- টাকা।


 বাজেয়াপ্ত মোবাইল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইংরেজবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


 ৭০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছে এবং তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ছে, যাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে।