Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিএসএফ চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে সীমান্তে ফেনসিডিল আটক করেছে

দেবাঞ্জন দাস,  ২৯ অক্টোবর:  ২৭শে অক্টোবর   দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে  পৃথক পৃথক ঘটনায়, জওয়ানেরা সীমান্তে তাহাদের এলাকা থেকে ২০০ শোর বেশি  বোতল ফেনসিডিল আটক করেছে।
 ২৭শে অক্টোবর  আইসিপি পেট্রাপোলে ১৪৫তম বাহিনীর জওয়ানেরা , বাংলা…


দেবাঞ্জন দাস,  ২৯ অক্টোবর:  ২৭শে অক্টোবর   দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে  পৃথক পৃথক ঘটনায়, জওয়ানেরা সীমান্তে তাহাদের এলাকা থেকে ২০০ শোর বেশি  বোতল ফেনসিডিল আটক করেছে।


 ২৭শে অক্টোবর  আইসিপি পেট্রাপোলে ১৪৫তম বাহিনীর জওয়ানেরা , বাংলাদেশের দিকে রওনা হওয়া একটি মাল গাড়ির  অনুসন্ধানের সময়  ওয়াগনের চেসিস থেকে ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।  এছাড়া সীমা চৌকি নাটনা, ৮৪তম  বাহিনীর জওয়ানেরা তাহাদের দায়িত্বের এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিল আটক করেছে।  আটককৃত  ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪১,৬০৩ টাকা।


 বাজেয়াপ্ত মালামাল  পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যথাক্রমে কাস্টম অফিস হরিদাসপুর ও  তেহট্ট   থানায় হস্তান্তর করা হয়েছে।


 দক্ষিণবঙ্গ সীমান্তের  মুখপাত্র বলেছেন যে,  ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঠেকাতে সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে।  যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছে।  তিনি আরও বলেছেন যে, চোরাকারবারীরা চোরাচালানের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু আমাদের সতর্ক জওয়ানেরা তাহাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়।