সৃষ্টি সাহিত্য যাপন।শিরোনাম- অকাল বোধন।কলমে - সোমনাথ উপাধ্যায়তাং - ১২/১০/২২
শহরের আনাচে-কানাচে বদনাম গলিপথেগভীর রাতে জন্ম নেয় এক অসভ্য সভ্যতা।শয়ে শয়ে অপেক্ষায় অবিক্রিত দূর্গারাকেউ বলে ঘৃণাভরে বেশ্যা,কেউ ডাকে সমাদরে পতিতা।
প্রত…
সৃষ্টি সাহিত্য যাপন।
শিরোনাম- অকাল বোধন।
কলমে - সোমনাথ উপাধ্যায়
তাং - ১২/১০/২২
শহরের আনাচে-কানাচে বদনাম গলিপথে
গভীর রাতে জন্ম নেয় এক অসভ্য সভ্যতা।
শয়ে শয়ে অপেক্ষায় অবিক্রিত দূর্গারা
কেউ বলে ঘৃণাভরে বেশ্যা,কেউ ডাকে সমাদরে পতিতা।
প্রতিদিনই অকাল বোধন হয় তাদের,
সকলের অগোচরে রাত শেষে হয় বিসর্জন।
সভ্যরা লুটে সম্ভ্রম একান্ত বাসরে,
লেপে অসভ্যতার কালিমা ওদের কপালে চিরন্তন।
ভেবে দ্যাখো কাদের দোষে দোষী ওরা!
কাদের ভুলে আজ তারা শরীর ব্যাচে রাজপথে!
ওদের মুখে ছড়ানো অসভ্যের কৃত্রিম কালি,
লেগে আছে সভ্যের-ই হাতে আগেভাগে।