Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাজপুরে কোন দিন বন্দর হবে না - শুভেন্দু অধিকারী

তাজপুরে কোনোদিন বন্দর হবে না, মানুষকে ভুল বোঝাচ্ছে, বন্দর করতে পাঁচ হাজার একর জায়গা ও ফোরলেন রাস্তা, রেল লাইন করতে হবে। আগে জায়গা পাক তারপর বন্দর গড়ে উঠবে। বুধবার তমলুক নগর মন্ডল বিজেপির আয়োজনে তমলুকে সুবর্ণ জয়ন্তী ভবনে বিজয়া…

 


তাজপুরে কোনোদিন বন্দর হবে না, মানুষকে ভুল বোঝাচ্ছে, বন্দর করতে পাঁচ হাজার একর জায়গা ও ফোরলেন রাস্তা, রেল লাইন করতে হবে। আগে জায়গা পাক তারপর বন্দর গড়ে উঠবে। বুধবার তমলুক নগর মন্ডল বিজেপির আয়োজনে তমলুকে সুবর্ণ জয়ন্তী ভবনে বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে জেলার দুটি আসন কাঁথি ও তমলুক লোকসভা আমাদের জয়লাভ করতে হবে। নন্দীগ্রাম থেকে আমি ৫০ হাজার লিড দেবো বলেও জানান তিনি।*