Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়: কবিতাশিরোনাম: বিলম্বিতকলমে: তনুময় শীল১১.১০.২০২২
***** বিলম্বিত *****
দিনান্তে দীর্ঘতর ছায়ায় অবসন্ন দেহ মন,এখন শুধুই সূর্যাস্তের অপেক্ষা।চেয়ে দেখো,জোয়ার ভুলে অনুভূতির স্রোতে কেমন লেগে আছে ভাঁটার অধোগ…

 


সৃষ্টি সাহিত্য যাপন


বিষয়: কবিতা

শিরোনাম: বিলম্বিত

কলমে: তনুময় শীল

১১.১০.২০২২


***** বিলম্বিত *****


দিনান্তে দীর্ঘতর ছায়ায় অবসন্ন দেহ মন,

এখন শুধুই সূর্যাস্তের অপেক্ষা।

চেয়ে দেখো,

জোয়ার ভুলে অনুভূতির স্রোতে কেমন লেগে আছে ভাঁটার অধোগতি।


বুঝতে পারিনি---

অপেক্ষার কবিতারা কিভাবে হারিয়ে গেছে ছেঁড়া পাতার বিস্মৃতিতে।

একটু একটু করে প্রহর মেনে মাথা তুলেছিল যে জীবন,

তাতে হিসেব-নিকেশের বিশেষ কোনো প্রভাব নেই আর।


এ সময়ে শুধুই তাকিয়ে থাকা দিগন্তের ধূসরতায়,

ভাবলেশহীন নিষ্পলক দৃষ্টিতে ধরা দেয় শূন্যতা,

আর পিছুটান?

সে তো পথ ভুলেছে সুদূর কোন অতীতে।


তবুও তুমি এলে,

শেষ বেলায়,

অনেকটা দেরি করে।


বিলম্বিত সুরে তাল কেটে যায় প্রেমের আবহ সংগীতের,

ঠিক যেভাবে আলো খুঁজতে খুঁজতে ঝরে যায় রাতে ফোটা ফুল,

উপেক্ষায়,

অবহেলায়।